জেগে থাকুন!
ইউক্রেনের যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্যের অভাবকে বাড়িয়ে তুলেছে
মে ১৯, ২০২২ সালে, ইউনাইটেড নেশন্স সিকিউরিটি কাউন্সিল ৭৫ জন উচ্চ আধিকারিকের কাছ থেকে জানতে পারে যে, “কোভিড-১৯ অতিমারি ও আবহাওয়া পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী যে-খাদ্যের অভাব দেখা দিয়েছে, সেটাকে ইউক্রেনের যুদ্ধ আরও বাড়িয়ে তুলেছে।” এরপরেই, দ্যা ইকনমিস্ট সংবাদপত্র এক বিবৃতিতে বলে, “এই যুদ্ধ বিপদগ্রস্ত জগতকে আরও বেশি করে খাদ্যের অভাবের দিকে ঠেলে দিয়েছে।” বাইবেল ভবিষ্যদ্বাণী করেছিল যে, আমাদের দিনে এইরকম খাদ্যের অভাব দেখা দেবে। তবে, এটি আমাদের এই সমস্যার সঙ্গে মোকাবিলা করতেও সাহায্য করে।
বাইবেল খাদ্যের অভাব সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করে
যিশু ভবিষ্যদ্বাণী করেছিলেন: “এক জাতি আরেক জাতিকে এবং এক রাজ্য আরেক রাজ্যকে আক্রমণ করবে আর ... খাদ্যের অভাব দেখা দেবে।”—মথি ২৪:৭.
বাইবেলের প্রকাশিত বাক্য বই চারটে রূপক অশ্বারোহী সম্পর্কে বর্ণনা করে। এদের মধ্যে একজন অশ্বারোহী যুদ্ধকে চিত্রিত করে। এর ঠিক পরেই আরেকজন অশ্বারোহীকে দেখা যায়, যে দুর্ভিক্ষকে চিত্রিত করে। সেই সময়ে খাদ্যের অভাব দেখা দেবে এবং এর মূল্যও প্রচুর বেড়ে যাবে। “আমি তাকালাম আর দেখো! একটা কালো ঘোড়া এবং যে সেটার উপর বসে আছে, তার হাতে একটা দাঁড়িপাল্লা রয়েছে। সেই কণ্ঠস্বর বলছে: ‘এক কিলোগ্রাম গমের মূল্য এক দিনার আর তিন কিলোগ্রাম যবের মূল্য এক দিনার।’”—প্রকাশিত বাক্য ৬:৫, ৬.
খাদ্যের অভাবের বিষয়ে বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলো এখনই পরিপূর্ণ হচ্ছে, যে-সময়কে বাইবেল ‘শেষকাল’ বলে উল্লেখ করে। (২ তীমথিয় ৩:১) ‘শেষকাল’ এবং প্রকাশিত বাক্যে বলা চার জন অশ্বারোহী সম্বন্ধে আরও জানার জন্য ১৯১৪ সালের পর থেকে এই জগতের পরিস্থিতি বদলে গিয়েছে শিরোনামের ভিডিওটা দেখুন এবং “চার জন অশ্বারোহী—তারা কারা?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।
যেভাবে বাইবেল সাহায্য করতে পারে
বাইবেলে এমন অনেক ব্যাবহারিক পরামর্শ রয়েছে, যেগুলো আমাদের কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে, যার মধ্যে রয়েছে খাদ্যের মূল্য বৃদ্ধি আর এমনকি খাদ্যের অভাব। কিছু উদাহরণ দেখার জন্য “যেভাবে কম টাকাপয়সায় জীবনযাপন করা যায়” (ইংরেজি) শিরোনামের প্রবন্ধটা দেখুন।
এ ছাড়া, বাইবেল আমাদের আশা দেয়, পরিস্থিতি ভালো হবে। এটি প্রতিজ্ঞা করে, “দেশমধ্যে পর্ব্বত-শিখরে প্রচুর শস্য হইবে” এবং সবার কাছে প্রচুর পরিমাণে খাদ্য থাকবে। (গীতসংহিতা ৭২:১৬) ভবিষ্যতের বিষয়ে বাইবেলের আশা এবং কেন আপনি এটির উপর নির্ভর করতে পারেন, সেই সম্বন্ধে আরও জানার জন্য “এক উত্তম ভবিষ্যতের জন্য প্রকৃত আশা” (ইংরেজি) শিরোনামের প্রবন্ধটা পড়ুন।