পরিদর্শন সম্বন্ধে তথ্য
বেথেল ট্যুরে আসার জন্য আপনার কি আগে থেকে রিজার্ভেশন করা উচিত? হ্যাঁ। দলের আকার যা-ই হোক না কেন, যারা ট্যুরে আসতে চান তাদেরকে আমরা তাদের ট্যুর আগাম রিজার্ভ করতে অনুরোধ করছি, যাতে ভিড় এড়ানো যায় এবং সবাই বেথেল পরিদর্শন উপভোগ করতে পারে।
আপনার যদি রিজার্ভেশন না থাকে, তা হলেও কি আপনি ট্যুর করতে পারবেন? আপনার যদি রিজার্ভেশন না থাকে, তা হলে আমরা আপনাকে ট্যুর দিতে পারব না। জায়গা কম থাকায় শুধুমাত্র অল্প কিছু ব্যক্তিরাই প্রতিদিন ট্যুর করতে পারবে।
ট্যুরের জন্য আপনার কখন এসে পৌঁছানো উচিত? ভিড় এড়ানোর জন্য, দয়া করে আপনার ট্যুরের জন্য রিজার্ভ করা সময়ের এক ঘণ্টা আগে এসে পৌঁছান। দয়া করে এর আগে আসবেন না।
কীভাবে আপনি আপনার ট্যুর রিজার্ভ করবেন? “Make a Reservation” বাটনে ক্লিক করুন।
আপনি কি আপনার ট্যুর রিজার্ভেশনে কিছু রদবদল অথবা পুরোপুরি বাতিল করতে পারেন? হ্যাঁ। এটা করার জন্য দয়া করে “View or Change Reservations” বাটনে ক্লিক করুন।
আপনি যদি আপনার পছন্দের দিনে কোনো ট্যুর না পান, তা হলে কী? তা হলে দয়া করে ওয়েবসাইট দেখতে থাকুন। অন্যেরা যখন তাদের ট্যুরে পরিবর্তন অথবা পুরোপুরি বাতিল করবে, তখন আপনি আপনার জন্য ট্যুর রিজার্ভ করতে পারবেন।
ট্যুর বুকিং করুন
বুকিং দেখুন বা পরিবর্তন করুন
ট্যুর ব্রোশার ডাউনলোড করুন
ঠিকানা ও ফোন নম্বর
Tos̆in bunar 58-60
11080 BEOGRAD (ZEMUN)
SRBIJA – SERBIA
+381 11 405 99 00
দিক নির্দেশনা দেখুন