সরাসরি বিষয়বস্তুতে যান

একের অধিক বিয়ে করা কি ঠিক?

একের অধিক বিয়ে করা কি ঠিক?

বাইবেলের উত্তর

 ঈশ্বর কিছুসময়ের জন্য একজন পুরুষকে একের অধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছিলেন। (আদিপুস্তক ৪:১৯; ১৬:১-৪; ২৯:১৮-২৯) কিন্তু, ঈশ্বর একের অধিক স্ত্রী রাখার প্রথা শুরু করেননি। তিনি আদমকে কেবল একটি স্ত্রী দিয়েছিলেন।

 প্রথম থেকেই ঈশ্বরের উদ্দেশ্য ছিল যেন প্রত্যেক পুরুষের একটি স্ত্রী থাকে এবং তিনি যিশু খ্রিস্টের মাধ্যমে তাঁর এই মান আবারও কার্যকর করেন। (যোহন ৮:২৮) একবার কেউ যখন বিয়ের বিষয়ে যিশুকে প্রশ্ন করেছিলেন, তখন উত্তরে তিনি বলেছিলেন: “যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি শুরুতে তাদের পুরুষ ও নারী করে তৈরি করেছেন? তোমরা কি এটাও পড়নি যে, তিনি বলেছিলেন: ‘এই কারণে একজন পুরুষ তার বাবা ও মাকে ত্যাগ করে তার স্ত্রীর প্রতি আসক্ত হবে আর তারা দু-জন একাঙ্গ হবে’”—মথি ১৯:৪, ৫.

 কিছু সময় পরে, যিশুর একজন শিষ্য ঈশ্বরের অনুপ্রেরণায় লিখেছিলেন: “প্রত্যেক পুরুষের নিজের স্ত্রী থাকুক এবং প্রত্যেক নারীর নিজের স্বামী থাকুক।” (১ করিন্থীয় ৭:২) বাইবেল এটাও বলে যে, কোনো বিবাহিত ভাইকে যদি খ্রিস্টিয় মণ্ডলীতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়, তা হলে তাকে অবশ্যই “এক স্ত্রীর স্বামী” হতে হবে।—১ তীমথিয় ৩:২, ১২.