পরমদেশ জগতে
১. ভেবে দেখো না কী হবে সেই দিন!
ওই দূরে থাকা পথ মনে হয় রঙিন।
শোনো, শিশু হাসে,
অবশেষে কোনো হিংসা আর নেই।
যিহোবার লোকেদের জীবন অসীম;
‘যতদিন চাঁদ থাকবে’, তারাও ততদিন।
তাঁর কথা দিলেন ঈশ্বর:
কাঙ্ক্ষিত শান্তি থাকবে চিরন্তর।
যিশুর শাসনে
যিহোবার প্রেম বিরাজ করবে
পরমদেশ জগতে
(কোরাস)
আশা হৃদয়ে জ্বলে।
আশাই আমাদের ধরে রাখে।
আশার আলো ওঠে সূর্যের মতো।
দেখি নিজেদেরকে
পরমদেশ জগতে।
২. ভেবে দেখো একটা জায়গা এই বার:
তুমি ঘর গড়েছো পাহাড়, নদীর ওপার।
এখন কেউ দরজায়
ধীরে ঢুকে তার দু-হাত বাড়ায়।
চিনতে পেরেছো সে কে?
শেষ দেখা পুরোনো জগতে!
শুভ পুনর্মিলন;
এসেছে ফিরে হারানো প্রিয়জন।
যাঃয়ের প্রেম হলো
মৃত্যুর চেয়ে প্রবল
পরমদেশ জগতে।
(কোরাস)
আশা হৃদয়ে জ্বলে।
আশাই আমাদের ধরে রাখে।
আশার আলো ওঠে সূর্যের মতো।
দেখি নিজেদেরকে
পরমদেশ জগতে।
(ব্রীজ)
যিহোবার বলা কথা
পাবেই পূর্ণতা, সে সব যথা।
যিহোবার ইচ্ছা হলো এই
সব প্রাণীর বাসনা পূরণ হবে।
(কোরাস)
আশা হৃদয়ে জ্বলে।
আশাই আমাদের ধরে রাখে।
আশার আলো ওঠে সূর্যের মতো।
দেখি নিজেদেরকে
পরমদেশ জগতে।
পরমদেশ জগতে,
পরমদেশ জগতে,
পরমদেশ জগতে।