সরাসরি বিষয়বস্তুতে যান

গোপনীয়তার নীতি

গোপনীয়তার নীতি

আপনার গোপনীয়তাকে সম্মান করা

 আমরা আপনার গোপনীয়তাকে সুরক্ষিত রাখার ও সম্মান করার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। এই নীতির উপর ভিত্তি করে আমাদের ওয়েবসাইটে আপনার কাছ থেকে নেওয়া অথবা আপনার দ্বারা প্রদান করা যেকোনো ব্যক্তিগত তথ্যকে ব্যবহার করা হবে। আপনি যখন আমাদের ওয়েবসাইটে ঢোকেন, তখন আমরা কিছু মৌলিক তথ্য সংগ্রহ করি এবং আমরা সেই তথ্যকে সুরক্ষিত রাখার এবং সেটা কীভাবে ব্যবহার করা হবে, সেই সম্বন্ধে আপনাকে জানানোর গুরুত্ব সম্বন্ধে বুঝি। আপনি চাইলে এমন কিছু তথ্য দিতে পারেন, যেগুলোকে ব্যক্তিগত তথ্য হিসেবে গণ্য করা হয়। এই নীতিতে ব্যবহৃত “ব্যক্তিগত তথ্য” অভিব্যক্তিটা এমন কিছু তথ্যকে নির্দেশ করে যেমন, আপনার নাম, ই-মেল আ্যড্রেস, মেলিং আ্যড্রেস, টেলিফোন নম্বর অথবা অন্যান্য যেকোনো তথ্য, যেটার দ্বারা আপনাকে শনাক্ত করা যাবে। এই ওয়েবসাইটের জনসাধারণ্যের জন্য উন্মুক্ত স্থানগুলো দেখার জন্য আপনাকে কোনো ব্যক্তিগত তথ্য দিতে হবে না। এখানে ব্যবহৃত “ওয়েবসাইট” অভিব্যক্তিটা এই ওয়েবসাইটকে ও আমাদের অন্যান্য সাইট যেমন, apps.jw.org, ba.jw.org, stream.jw.org এবং wol.jw.org-কে অন্তর্ভুক্ত করে।

তথ্য নিয়ন্ত্রণ সম্বন্ধে কিছু বিষয়

 এই ওয়েবসাইটের মালিক হল Watchtower Bible and Tract Society of New York, Inc. (“Watchtower”), যেটা নিউ ইয়র্কের একটা অলাভজনক সংস্থা আর এটা যিহোবার সাক্ষিদের কার্যকলাপে ও তাদের বাইবেলভিত্তিক শিক্ষায় সমর্থন জোগায়। আপনি যদি স্বেচ্ছায় কোনো আ্যকাউন্ট খোলার, দান দেওয়ার, বিনা মূল্যে একটা বাইবেল অধ্যয়নের জন্য অনুরোধ জানানোর অথবা এমন কিছু করার সিদ্ধান্ত নেন, যেটার জন্য ব্যক্তিগত তথ্য দিতে হয়, তা হলে আপনি এই নীতির প্রতি সম্মতি প্রকাশ করেন ও সেইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত সারভারে আপনার তথ্য সঞ্চিত করে রাখার এবং ওয়াচটাওয়ার ও আপনার অনুরোধকৃত কাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দেশে থাকা এর সহযোগী সংগঠনগুলোর দ্বারা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার, পাঠানোর ও সঞ্চয় করে রাখার প্রতি সম্মতি প্রকাশ করেন। এই ধর্মীয় সংগঠন সারা বিশ্বে বিভিন্ন স্থানীয় সত্তার দ্বারা কাজ করে। তথ্য সুরক্ষার উদ্দেশ্যে এগুলোর অন্তর্ভুক্ত হতে পারে, স্থানীয় মণ্ডলী, শাখা অফিস ও যিহোবার সাক্ষিদের একইরকম অন্যান্য সহযোগী সংগঠন।

আপনার ব্যক্তিগত তথ্যের তথ্য নিয়ন্ত্রক ওয়েবসাইটের সঙ্গে আপনার ইন্টার‌্যাকশনের ধরনের উপর নির্ভর করে। উদাহরণ স্বরূপ, আপনি যদি কোনো নির্দিষ্ট দেশের কোনো বৈধ সত্তাকে দান করেন, তা হলে আপনার নাম ও যোগাযোগের তথ্য সেই বৈধ সত্তাকে জানানো হবে, যেমনটা দান করার সময়ই আপনাকে জানানো হয়ে থাকে। আরেকটা উদাহরণ হল, আপনি যদি একটা বাইবেল অধ্যয়নের জন্য অনুরোধ করেন, তা হলে আপনার অনুরোধ অনুযায়ী কাজ করার জন্য যিহোবার সাক্ষিদের কোনো স্থানীয় শাখা অফিস ও মণ্ডলীকে আপনার নাম ও যোগাযোগের তথ্য জানানো হবে।

আপনাকে সাহায্য করার জন্য: আপনি যে-দেশে বাস করেন, সেখানে যদি তথ্য সুরক্ষার নিয়ম কার্যরত থাকে, তা হলে আপনার দেশের জন্য যোগাযোগের তথ্য আপনি তথ্য সুরক্ষার বিষয়ে যোগাযোগ ওয়েবপেজে পেতে পারেন।

তথ্য নিরাপত্তা ও গোপনীয়তা

 আমরা আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টাকে খুবই গুরুত্বের সঙ্গে দেখে থাকি। আমরা অননুমোদিত আ্যক্সেস, অনুপযুক্ত ব্যবহার বা প্রকাশ, অননুমোদিত পরিবর্তন, বেআইনীভাবে নষ্ট করা বা দুর্ঘটনাজনিত ক্ষতি থেকে রক্ষা করার জন্য আপ-টু-ডেট তথ্য সঞ্চয় ও নিরাপত্তার কৌশলগুলো ব্যবহার করি। আমরা আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করার জন্য যে-প্রক্রিয়াগুলো ও থার্ড-পার্টি সার্ভিসগুলো ব্যবহার করি, সেগুলো আপনার তথ্যের গোপনীয়তার প্রতি সম্মান বজায় রাখবে। আমরা যে-উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত তথ্যগুলো সংগ্রহ করেছিলাম তা সম্পন্ন না হওয়া পর্যন্ত কিংবা যতক্ষণ পর্যন্ত কোনো আইনি প্রতিবেদন মেনে চলতে হয় অথবা নথি ধারণ করার প্রয়োজনীয়তা থাকে, ততক্ষণ পর্যন্ত সংরক্ষণ করি।

আমরা ট্রানজিটের সময় এনক্রিপশন প্রোটোকল যেমন ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি (টিএলএস) ব্যবহার করে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখি। আমরা সীমিত আ্যকসেস প্রোটোকলযুক্ত কম্পিউটার সিস্টেমগুলো ব্যবহার করি, যা আমাদের কাছে পাঠানো তথ্য গোপনীয়তা এবং সুরক্ষার জন্য আক্ষরিক, ইলেকট্রনিক এবং প্রক্রিয়াগত নিরাপত্তা ব্যবস্থাগুলো ব্যবহার করে থাকে। আমরা যেকোনো অননুমোদিত আ্যক্সেস প্রতিরোধ করার জন্য কঠোর নিরাপত্তার মানগুলো মেনে চলি।

অপ্রাপ্তবয়স্ক

 আপনি যে-দেশ থেকে আমাদের ওয়েবসাইটে আ্যক্সেস করছেন, সেখানে যদি আপনি অপ্রাপ্তবয়স্ক হন, তা হলে আপনি একমাত্র আপনার বাবা-মা অথবা অভিভাবকের সম্মতি নিয়েই এই ওয়েবসাইটে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করতে পারেন। আপনি যদি একজন বাবা অথবা মা কিংবা অভিভাবক হয়ে থাকেন এবং আপনি আপনার অপ্রাপ্তবয়স্ক সন্তানকে এই ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য প্রদান করার সম্মতি দেন, তা হলে এর অর্থ হল সেই অপ্রাপ্তবয়স্কের ব্যবহারের বিষয়ে আপনি এই নীতির সঙ্গে একমত।

থার্ড-পার্টি সার্ভিস

 মাঝে মাঝে এই ওয়েবসাইটটা আমাদের পক্ষ থেকে পরিষেবাগুলো সম্পাদনের জন্য কোনো থার্ড-পার্টি সার্ভিসের ওয়েবসাইটে লিঙ্কযুক্ত থাকবে (উদাহরণ স্বরূপ, অনলাইন ফরমগুলো পূরণ করার জন্য)। আপনি বুঝতে পারবেন যে, আপনি একটা থার্ড-পার্টি সার্ভিসের ওয়েবসাইটে আছেন কারণ সেটার একটা ভিন্ন চেহারা থাকবে এবং আপনার ব্রাউজারের ঠিকানার বার পরিবর্তন হবে। আমরা থার্ড-পার্টি সার্ভিসের বিক্রেতাদের নির্বাচন করি এবং তারপর পর্যায়ক্রমে আমরা তাদের গোপনীয়তা এবং তথ্য সুরক্ষার নীতিমালা পরীক্ষা করে দেখি, যাতে তারা আমাদের নিজস্ব নীতিগুলোর মতোই একই নীতি অনুসরণ করে। তবে, এই থার্ড-পার্টি সার্ভিস যে-অ্যাপ ও সার্ভিস প্রদান করে, সেগুলোর প্রোগ্রামমিং, ব্যবহারের শর্ত, গোপনীয়তার নীতি এবং সাধারণ শর্তগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এই কারণে, এই ওয়েবসাইটে যে-অ্যাপ ও সার্ভিসগুলো ব্যবহার করা হয়, সেগুলোর সাম্প্রতিক ব্যবহারের শর্ত এবং সাধারণ শর্তগুলো থার্ড-পার্টি সার্ভিসের দ্বারা নির্ধারণ করা হয়। সেগুলোর আপডেট সম্বন্ধে আমাদের জানানো হয় না, তাই থার্ড-পার্টি সার্ভিস ব্যবহার করার আগে দয়া করে শর্তগুলো পুনর্বিবেচনা করুন। যদি আপনার কোনো থার্ড-পার্টি সার্ভিসের নীতির বিষয়ে প্রশ্ন থাকে, তা হলে তাদের ওয়েবসাইটে তালিকাভুক্ত নীতিটা দেখুন।

এই ওয়েবসাইটে আপনি যে-Google Maps সার্ভিস ব্যবহার করেন, সেটা সাম্প্রতিক Google Privacy Policy-র অধীনে রয়েছে। Google হল থার্ড-পার্টি সার্ভিস, যার অ্যাপ, প্রগ্রামমিং ও ব্যবহারের শর্ত আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এই কারণে, এই ওয়েবসাইটে আপনি যে-Google Maps সার্ভিস ব্যবহার করেন, সেটা সাম্প্রতিক Google Maps/Google Earth-এর ব্যবহারের শর্তের অধীনে রয়েছে। এই ব্যবহারের শর্তের আপডেট সম্বন্ধে আমাদের জানানো হয় না। তাই, দয়া করে Google Maps সার্ভিস ব্যবহার করার আগে ব্যবহারের শর্তটা পুনর্বিবেচনা করুন। আপনি যদি ব্যবহারের শর্তটা মেনে না নেন, তা হলে Google Maps সার্ভিস ব্যবহার করবেন না।

 এই নীতিতে করা পরিবর্তনের বিজ্ঞপ্তি

আমরা এই ওয়েবসাইটকে ক্রমাগত উন্নত করছি এবং এতে নতুন কার্যকারিতা ও বৈশিষ্ট্য যুক্ত করছি আর আমাদের বিদ্যমান পরিষেবাগুলোকে উন্নত করছি এবং নতুন পরিষেবা যুক্ত করছি। এই চলমান পরিবর্তনগুলোর কারণে আর সেইসঙ্গে আইন ও প্রযুক্তির প্রকৃতির পরিবর্তনের কারণে আমাদের তথ্যপ্রযুক্তিগুলো সময়ে সময়ে পরিবর্তিত হবে। যখন আমাদের নীতি পরিবর্তন করার প্রয়োজনীয়তা দেখা দেবে, তখন আমরা এই ওয়েবপেজে যেকোনো পরিবর্তন পোস্ট করব, যাতে আপনি সর্বদা এই বিষয়ে সচেতন থাকতে পারেন যে, আমরা কোন তথ্য সংগ্রহ করছি এবং কীভাবে সেটা ব্যবহার করছি।

 আ্যক্টিভ স্ক্রিপ্টিং অথবা জাভাস্ক্রিপ্ট

আমাদের ওয়েবসাইটের কার্যকরীতাকে উন্নত করার জন্য স্ক্রিপ্টিং ব্যবহার করা হয়। স্ক্রিপ্টিং টেকনোলজির সাহায্যে সাইটটা আপনাকে আরও দ্রুত তথ্য ফেরত দিতে সক্ষম হয়। এই সাইট কখনো আপনার কম্পিউটারে সফ্টওয়্যার ইনস্টল করার জন্য বা আপনার কাছ থেকে অননুমোদিত তথ্য সংগ্রহ করার জন্য স্ক্রিপ্টিং ব্যবহার করে না।

সাইটের কিছু অংশ সঠিকভাবে কাজ করার জন্য ব্রাউজারে আ্যক্টিভ স্ক্রিপ্টিং অথবা জাভাস্ক্রিপ্ট সক্ষম হওয়া আবশ্যক। বেশিরভাগ ব্রাউজার এই বৈশিষ্ট্যটা নির্দিষ্ট সাইটগুলোর জন্য সক্ষম বা অক্ষম করার সুযোগ দেয়। নির্বাচিত সাইটগুলোর জন্য স্ক্রিপ্টিং সক্ষম করা শিখতে ব্রাউজার সহায়তা ডকুমেন্টেশনের সাহায্য নিন।