সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৪৯

যিহোবা মোদের আশ্রয়

যিহোবা মোদের আশ্রয়

(গীতসংহিতা র ৯১ গীত)

১. যি-হো-বা মো-দের আ-শ্রয়,

তি-নি মো-দের বি-শ্বাস।

ছা-য়ায় তাঁর ক-রি শ-রণ;

সে-থায় মো-দের আ-বাস।

তি-নিই মো-দের কর-বেন র-ক্ষা,

রা-খব যাঃ-য়ের বলে আস্‌-থা।

যি-হো-বা দৃ-ঢ় দুর্‌-গ,

ন্যায়-নিষ্‌-ঠ সব লো-কের আ-শ্বাস।

২. হা-জার জন পড়-বে য-খন,

চা-রি-দি-কে তো-মার,

বি-শ্বস্‌-ত লোক-দের মা-ঝে,

বি-পদ রই-বে না আর।

রই-বে না কা-রণ ভয় পাও-য়ার,

আ-সে আ-ঘাত য-দি তো-মার,

স্ব-চ-ক্ষে দেখ-বে ত-খন,

র-য়ে-ছ প-ক্ষ-পা-শে তাঁর।

৩. জী-ব-নে চ-লার প-থে

ঈ-শ্বর কর-বেন নিস্‌-তার,

ক-খ-নো তু-মি ভ-য়ে,

ন-ত হ-বে না আর।

সিং-হ দে-খে না ভয় পা-বে,

সর্‌-প প-দ-ত-লে রই-বে,

যি-হো-বা মো-দের আ-শ্রয়,

অ-নন্‌-ত র-ক্ষক যে স-বার।