গান ৬
ঈশ্বরের দাসের প্রার্থনা
১. স্বর্-গের পি-তা, হে মো-দের স্বা-মীন,
তো-মার নাম হোক পূ-জি-ত চি-র-দিন।
যাঃ তু-মি যে স-দা দ-য়া-ময়,
দে-খা-বে মো-দের দ-য়া নিশ্-চয়।
দে-খা-বে দ-য়া নিশ্-চয়,
তু-মি স-দা দ-য়া-ময়।
২. স-ত্যের ত-রে প্রেম ক-রো গাঁ-থন।
হও যে স-হায়, কর-ব ইচ্-ছা সা-ধন।
কর-ব পা-লন তো-মার সব বি-ধান,
কর-ব তো-মার-ই মেষ-দের সন্ধান।
কর-ব মেষ-দের-কে সন্ধান,
কর-ব পা-লন সব বি-ধান।
৩. স্বর্-গ থে-কে দাও প্র-জ্ঞা মো-রে।
দাও এই বর, দাও প্রে-মে হৃ-দয় ভ-রে।
দে-খা-তে দ-য়া, প্রেম, হও স-হায়,
ত-বেই নাম তো-মার জান-বে স-বায়।
তো-মার নাম জান-বে স-বায়,
দে-খা-তে প্রেম, হও স-হায়।
(আরও দেখুন, গীত. ১৪৩:১০; যোহন ২১:১৫-১৭; যাকোব ১:৫.)