নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
কোথায় জীবনের বড়ো বড়ো প্রশ্নের উত্তর পেতে পারি? (T-37) ট্র্যাক্ট
প্রশ্ন: কোথায় আমরা পরিবার, তরুণ-তরুণী ও অল্পবয়সিদের জন্য নির্ভরযোগ্য সাহায্য লাভ করতে পারি? আমরা লোকেদের এই বিষয় জানাচ্ছিলাম, কীভাবে তারা সহজে এক নির্ভরযোগ্য সাহায্য লাভ করতে পারে। [গৃহকর্তা যদি আরও জানতে চান, তা হলে এই ট্র্যাক্ট অর্পণ করুন।]
অর্পণ: [ট্র্যাক্টের দ্বিতীয় পৃষ্ঠা দেখান।] jw.org ওয়েবসাইট প্রবন্ধ ও ভিডিও-র আকারে আরও চমৎকার তথ্য প্রদান করে।
শাস্ত্রপদ: গীত ১১৯:১০৫
সত্য সম্বন্ধে শিক্ষা দিন
প্রশ্ন: আপনি কি এমনটা মনে করেন, বিজ্ঞান বাইবেলকে মিথ্যা বলে প্রমাণ করে?
শাস্ত্রপদ: যিশা ৪০:২২
সত্য: বৈজ্ঞানিক বিষয় সম্বন্ধে বাইবেল যা বলে, তা একেবারে সঠিক।
মণ্ডলীর সভার আমন্ত্রণপত্র (inv)
অর্পণ: আমি আপনাকে বাইবেলভিত্তিক একটা বক্তৃতা শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এটা স্থানীয় কিংডম হলে, আমাদের সভাস্থলে দেওয়া হবে। [সাপ্তাহিক ছুটির দিনের সভার সময় ও স্থান দেখিয়ে তাকে আমন্ত্রণপত্রটা দিন এবং জনসাধারণের উদ্দেশে যে-বক্তৃতা দেওয়া হবে, সেটার মূলভাব বলুন।]
প্রশ্ন: আপনি কি আগে কখনো কিংডম হলে গিয়েছেন? [যদি উপযুক্ত বলে মনে হয়, তা হলে কিংডম হলে কী হয়? শিরোনামের ভিডিওটা দেখান।]
নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করুন
আগের উদাহরণগুলোতে দেওয়া পদ্ধতি ব্যবহার করে নিজের ভাষায় ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনা তৈরি করুন।