খ্রিস্টীয় জীবনযাপন
যোষেফের মতো হোন—অনৈতিকতা থেকে পালিয়ে যান
আমরা যদি যৌন অনৈতিকতায় রত হওয়ার জন্য প্রলুব্ধ হয়ে থাকি, তা হলে যোষেফ আমাদের জন্য এক উত্তম উদাহরণ স্থাপন করেছেন। যত বার তার প্রভুর স্ত্রী যৌনসম্পর্ক করার জন্য তাকে প্ররোচিত করার চেষ্টা করেছিল, তত বার তিনি প্রত্যাখ্যান করেছিলেন। (আদি ৩৯:৭-১০) তার উত্তর: “আমি কিরূপে এই মহা দুষ্কর্ম্ম করিতে ও ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিতে পারি?” ইঙ্গিত দেয়, তিনি ইতিমধ্যে বৈবাহিক ব্যবস্থায় বিশ্বস্ত থাকার বিষয়ে যিহোবার দৃষ্টিভঙ্গি নিয়ে ধ্যান করেছিলেন। এরপর পরিস্থিতি যখন কঠিন হয়ে উঠেছিল, তখন যোষেফ সেখানে দেরি করেননি এবং সেই মহিলাকে তার সংকল্পকে দুর্বল করে দেওয়ার সুযোগ দেননি। এর পরিবর্তে, তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন।—আদি ৩৯:১২; ১করি ৬:১৮.
অনৈতিকতা থেকে পালিয়ে যান শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
জিনকে কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল?
-
মি-কিয়ং যখন অঙ্কের হোমওয়ার্কে সাহায্য করার জন্য জিনকে বলেছিল, তখন জিন নিজেকে কোন প্রশ্ন জিজ্ঞেস করেছিল?
-
মি-কিয়ং-এর অনুরোধ জিনের উপর কোন প্রভাব ফেলেছিল?
-
জিন কীভাবে সাহায্য লাভ করেছিল?
-
অনৈতিকতা থেকে পালিয়ে যাওয়ার জন্য জিন কী করেছিল?
-
এই ভিডিও থেকে আপনি কী শিখেছেন?