“জাগিয়া থাক”
যিশু যদিও দশ কুমারীর দৃষ্টান্তটা মূলত অভিষিক্ত খ্রিস্টানদের উদ্দেশ্য করে বলেছিলেন, কিন্তু এর মৌলিক বার্তা সকল খ্রিস্টানের প্রতি প্রযোজ্য। (প্রহরীদুর্গ ১৫ ৩/১৫ ১২-১৬) “অতএব জাগিয়া থাক; কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জান না।” (মথি ২৫:১৩) আপনি কি যিশুর দৃষ্টান্তের অর্থ ব্যাখ্যা করতে পারেন?
-
বর (১ পদ)—যিশু
-
সুবুদ্ধি ও প্রস্তুত থাকা কুমারীরা (২ পদ)—সেই অভিষিক্ত খ্রিস্টানরা, যারা বিশ্বস্তভাবে তাদের কার্যভার পালন করার জন্য প্রস্তুত আছেন এবং শেষ পর্যন্ত জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাচ্ছেন (ফিলি ২:১৫)
-
এই উচ্চরব: “দেখ, বর!” (৬ পদ)—যিশুর উপস্থিতির প্রমাণ
-
নির্বুদ্ধি কুমারীরা (৮ পদ)—সেই অভিষিক্ত খ্রিস্টানরা, যারা বরের সঙ্গে দেখা করার জন্য বের হন ঠিকই কিন্তু জেগে থাকেন না ও বিশ্বস্ততা বজায় রাখেন না
-
সুবুদ্ধি কুমারীরা তাদের তেল ভাগ করে নিতে প্রত্যাখ্যান করে (৯ পদ)—চূড়ান্ত মুদ্রাঙ্কনের পর, বিশ্বস্ত অভিষিক্ত খ্রিস্টানদের হাতে এমন কাউকে সাহায্য করার মতো আর সময় থাকবে না, যিনি অবিশ্বস্ত হয়ে পড়েছেন
-
“বর আসিলেন” (১০ পদ)—যিশু মহাক্লেশের শেষের দিকে বিচার করতে আসবেন
-
সুবুদ্ধি কুমারীরা বরের সঙ্গে বিবাহভোজে প্রবেশ করে এবং দ্বার বন্ধ করে দেওয়া হয় (১০ পদ)—যিশু তাঁর বিশ্বস্ত অভিষিক্ত ব্যক্তিদের স্বর্গে একত্রিত করেন, কিন্তু অবিশ্বস্ত ব্যক্তিরা তাদের স্বর্গীয় পুরস্কার হারান