সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জুলাই ১৭-২৩

যিহিষ্কেল ১৮-২০

জুলাই ১৭-২৩
  • গান ২১ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • যিহোবা যখন ক্ষমা করেন, তখন তিনি কি তা ভুলে যান?”: (১০ মিনিট)

    • যিহি ১৮:১৯, ২০—যিহোবা প্রত্যেক ব্যক্তিকে তার নিজ নিজ কাজের জন্য দায়ী করেন (প্রহরীদুর্গ ১২ ৭/১ ১৮ অনু. ২, ইংরেজি)

    • যিহি ১৮:২১, ২২—যিহোবা অনুতপ্ত ব্যক্তিদের ক্ষমা করার জন্য প্রস্তুত আর তিনি কখনো তাদের বিরুদ্ধে সেই পাপ ধরে রাখবেন না (প্রহরীদুর্গ ১২ ৭/১ ১৮ অনু. ৩-৭)

    • যিহি ১৮:২৩, ৩২—যিহোবা কেবল শেষ উপায় হিসেবে দুষ্ট ব্যক্তিদের ধ্বংস করেন (প্রহরীদুর্গ ০৮ ৪/১ ৮ অনু. ৪, ইংরেজি; প্রহরীদুর্গ ০৬ ১২/১ ২৭ অনু. ১১)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • যিহি ১৮:২৯—কেন ইস্রায়েলীয়রা যিহোবা সম্বন্ধে এক ভুল দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছিল আর কীভাবে আমরা একই ভুল করা এড়িয়ে চলতে পারি? (প্রহরীদুর্গ ১৩ ৮/১৫ ১১ অনু. ৯)

    • যিহি ২০:৪৯—কেন লোকেরা মনে করেছিল যিহিষ্কেল একজন “উপমাবাদী,” আর এটা আমাদের কোন সতর্কবাণী প্রদান করে? (প্রহরীদুর্গ ০৭ ৭/১ ১৪ অনু. ৩)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিহি ২০:১-১২

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) T-31 ট্র্যাক্ট—এমন একটা নমুনা তুলে ধরুন, যেখানে একটা শাস্ত্রপদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর সেটা ব্যাখ্যা করা হচ্ছে। পুনর্সাক্ষাতের ভিত্তিস্থাপন করুন।

  • পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) T-31 ট্র্যাক্ট—প্রথম সাক্ষাতে যা আলোচনা করা হয়েছে, তা চালিয়ে যান। পরের সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন। (জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ১৬.০৮ পৃষ্ঠা ৮ অনু. ২ দেখুন।)

  • বক্তৃতা: (৬ মিনিট বা এর চেয়ে কম) প্রহরীদুর্গ ১৬.০৫ ৩২—মূলভাব: যখন কোনো ব্যক্তিকে পুনর্বহাল করার ঘোষণা দেওয়া হয়, তখন মণ্ডলী কীভাবে আনন্দ প্রকাশ করতে পারে?

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ৩৫

  • আপনি কি নিজেকে ক্ষমা করেন?”: (১০ মিনিট) আলোচনা। শুরুতে অনুগতভাবে যিহোবার বিচারকে সমর্থন করুন—ক্ষমাশীল হোন শিরোনামের ভিডিওটা দেখান।

  • তরুণ-তরুণীদের জিজ্ঞাস্য—কীভাবে আমি আমার ভুলগুলোর সঙ্গে মোকাবিলা করতে পারি?: (৫ মিনিট) তরুণ-তরুণীদের জিজ্ঞাস্য—কীভাবে আমি আমার ভুলগুলোর সঙ্গে মোকাবিলা করতে পারি? (ইংরেজি) প্রবন্ধ আলোচনা করুন। শুরুতে “তুমি হলে কী করতে?” অংশের অডিও রেকর্ডিং শোনান।

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ২ অনু. ২১-২৪২৪ পৃষ্ঠায় দেওয়া বাক্স

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ৩৭ এবং প্রার্থনা