আগস্ট ১১-১৭
হিতোপদেশ ২৬
গান ৮৮ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. “মূর্খ ব্যক্তির” কাছ থেকে দূরে থাকুন
(১০ মিনিট)
‘মূর্খ ব্যক্তি’ সম্মান লাভের যোগ্য নয় (হিতো ২৬:১; অন্তর্দৃষ্টি-২, ৭২৯ অনু. ৬, ইংরেজি)
‘মূর্খ ব্যক্তিকে’ প্রায়ই কঠোরভাবে শাসন করা প্রয়োজন (হিতো ২৬:৩; প্রহরীদুর্গ ৮৭ ১০/১ ১৯ অনু. ১২, ইংরেজি)
‘মূর্খ ব্যক্তির’ উপর আস্থা রাখা যায় না (হিতো ২৬:৬; অন্তর্দৃষ্টি-২, ১৯১ অনু. ৪, ইংরেজি)
শব্দের অর্থ: বাইবেলে “মূর্খ” শব্দটা এমন একজন ব্যক্তিকে বোঝায়, যে বুদ্ধির সঙ্গে কাজ করে না এবং সঠিক ও ভুলের বিষয়ে যিহোবার মান মেনে চলে না।
২. অমূল্য রত্ন:
(১০ মিনিট)
-
হিতো ২৬:৪—এই শাস্ত্রপদে যে-নীতির কথা বলা হয়েছে, সেটা কীভাবে আমাদের প্রচার কাজে সাহায্য করতে পারে? (প্রহরীদুর্গ ২৩.০৯ ১৯ অনু. ১৮)
-
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ:
(৪ মিনিট) হিতো ২৬:১-২০ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। একটা ট্র্যাক্ট ব্যবহার করে কথা শুরু করুন। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৫)
৫. পুনর্সাক্ষাৎ করার সময়
(৪ মিনিট) ঘরে ঘরে প্রচার। আগের বার আপনি গৃহকর্তাকে যে-ট্র্যাক্ট দিয়েছিলেন, সেই বিষয়ে কথাবার্তা চালিয়ে যান। (লোকদের ভালোবাসুন পাঠ ৭ বিষয় ৪)
৬. শিষ্য করার সময়
(৫ মিনিট) আপনার বাইবেল ছাত্রকে প্রস্তুত করুন যেন তিনি তার কোনো আত্মীয়কে সাক্ষ্য দিতে পারেন। (লোকদের ভালোবাসুন পাঠ ১১ বিষয় ৫)
গান ৯৪
৭. ব্যক্তিগত অধ্যয়ন করুন, “পরিত্রাণ লাভ করার জন্য বিজ্ঞ” হোন
(১৫ মিনিট) আলোচনা।
প্রেরিত পৌল তীমথিয়কে পবিত্র শাস্ত্রের কথাগুলোর গুরুত্ব মনে করিয়ে দিয়েছিলেন, যা তিনি ছোটো থেকে শিখেছিলেন। শাস্ত্রের এই কথাগুলোর মাধ্যমে তীমথিয় “পরিত্রাণ লাভ করার জন্য বিজ্ঞ” হতে পেরেছিলেন। (২তীম ৩:১৫) বাইবেলে দেওয়া সত্য এতটাই মূল্যবান যে, প্রত্যেক খ্রিস্টানের বাইবেল পড়ার এবং সেটি নিয়ে অধ্যয়ন করার জন্য সময় বের করা উচিত। কিন্তু, আমাদের যদি অধ্যয়ন করতে ভালো না লাগে, তা হলে আমরা কী করব?
১ পিতর ২:২ পদ পড়ুন। এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:
-
আপনি কি বাইবেল অধ্যয়ন উপভোগ করা শিখতে পারেন?
-
কীভাবে আমরা ঈশ্বরের বাক্যের জন্য “তীব্র আকাঙ্ক্ষা” গড়ে তুলতে পারি?—প্রহরীদুর্গ ১৮.০৩ ২৯ অনু.৬
-
সংগঠন যে-JW লাইব্রেরি অ্যাপ, ওয়েবসাইট তৈরি করেছে, সেগুলোর সাহায্যে কীভাবে আমরা বাইবেল পড়া এবং সেটির অধ্যয়ন করা উপভোগ করতে পারি?
সাংগঠনিক সাফল্য—JW লাইব্রেরি ব্যবহার করার কিছু উপায় শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:
-
JW লাইব্রেরি অ্যাপ ব্যবহার করে আপনি কোন কোন উপকার পেয়েছেন?
-
এই অ্যাপের কোন বৈশিষ্ট্যগুলো ব্যবহার করতে আপনার ভালো লাগে?
-
আপনি এই অ্যাপের কোন বৈশিষ্ট্যগুলো ব্যবহার করা শিখতে চান?
৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) বাইবেল থেকে শেখো পাঠ ৮-৯