জানুয়ারি ৩০–ফেব্রুয়ারি ৫
যিশাইয় ৪৩-৪৬
গান ৩৩ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিহোবা হলেন সত্য ভবিষ্যদ্বাণীর ঈশ্বর”: (১০ মিনিট)
যিশা ৪৪:২৬-২৮—যিহোবা ভবিষ্যদ্বাণী করেন, যিরূশালেম এবং সেখানকার মন্দির পুনর্নির্মিত হবে আর কোরস বাবিলকে পরাজিত করবেন (যিশাইয়ের ভবিষ্যদ্বাণী-২ ৭১-৭২ অনু. ২২-২৩, ইংরেজি)
যিশা ৪৫:১, ২—যিহোবা বাবিলের পরাজয় সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে ভবিষ্যদ্বাণী করেন (যিশাইয়ের ভবিষ্যদ্বাণী-২ ৭৭-৭৮ অনু. ৪-৬)
যিশা ৪৫:৩-৬—যিহোবা ব্যাখ্যা করেন যে, কেন তিনি কোরসকে ব্যবহার করে বাবিলকে পরাজিত করবেন (যিশাইয়ের ভবিষ্যদ্বাণী-২ ৭৯-৮০ অনু. ৮-১০)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যিশা ৪৩:১০-১২—কীভাবে ইস্রায়েলীয়রা যিহোবার জন্য এক সাক্ষি জাতি হয়ে উঠেছিল? (প্রহরীদুর্গ ১৪ ১১/১৫ ২১-২২ অনু. ১৪-১৬)
যিশা ৪৩:২৫—মূলত কোন কারণে যিহোবা আমাদের অধর্ম বা পাপ মুছে ফেলেন? (যিশাইয়ের ভবিষ্যদ্বাণী-২ ৬০ অনু. ২৪, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিশা ৪৬:১-১৩
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) সত্য জানতে চান ট্র্যাক্ট, পৃষ্ঠা ১—সহকর্মী অথবা সহপাঠীর কাছে রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) সত্য জানতে চান ট্র্যাক্ট—কেন বাইবেল অধ্যয়ন করবেন? শিরোনামের ভিডিওটা দেখান।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ১১ অনু. ৮-৯
খ্রিস্টীয় জীবনযাপন
কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, বাইবেল সত্য?: (১৫ মিনিট) কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, বাইবেল সত্য? শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন: রীতিবহির্ভূতভাবে, জনসাধারণ্যে এবং ঘরে ঘরে সাক্ষ্যদান করার সময় কীভাবে এই ভিডিও ব্যবহার করা যেতে পারে? এই ভিডিও ব্যবহার করার মাধ্যমে আপনি কোন কোন উত্তম অভিজ্ঞতা লাভ করেছেন?
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ১৫ অনু. ১-১৪, ১৩৮ পৃষ্ঠায় দেওয়া বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ১১ এবং প্রার্থনা