সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আগস্ট ২৪-৩০

যাত্রাপুস্তক ১৯-২০

আগস্ট ২৪-৩০
  • গান ১১ এবং প্রার্থনা

  • সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • দশ আজ্ঞা আমাদের জন্য কোন অর্থ রাখে?”: (১০ মিনিট)

    • যাত্রা ২০:৩-৭—যিহোবাকে সমাদর করুন আর শুধু তাঁকেই একাগ্র ভক্তি প্রদান করুন (প্রহরীদুর্গ ৮৯ ১১/১৫ ৬ অনু. ১, ইংরেজি)

    • যাত্রা ২০:৮-১১—আধ্যাত্মিক বিষয়গুলো আপনার জীবনে প্রথমে রাখুন

    • যাত্রা ২০:১২-১৭—অন্য ব্যক্তিদের সমাদর ও সম্মান করুন (প্রহরীদুর্গ ৮৯ ১১/১৫ ৬ অনু. ২-৩)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (১০ মিনিট)

    • যাত্রা ১৯:৫, ৬—কেন প্রাচীন ইস্রায়েল “যাজকদের এক রাজ্য” হওয়ার সুযোগ হারিয়েছিল? (অন্তর্দৃষ্টি-২ ৬৮৭ অনু. ১-২, ইংরেজি)

    • যাত্রা ২০:৪, ৫—কীভাবে যিহোবা “পিতৃগণের অপরাধের প্রতিফল” ভবিষ্যৎ বংশধরদের উপর নিয়ে আসেন? (প্রহরীদুর্গ ০৪ ৩/১৫ ২৭ অনু. ১)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যাত্রা ১৯:১-১৯ (শিক্ষা দেওয়া পাঠ ১০)

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ১৩

  • কীভাবে আমি আরও স্বাধীনতা লাভ করতে পারি?: (৬ মিনিট) আলোচনা। হোয়াইটবোর্ড অ্যানিমেশনটা দেখান। এরপর উপস্থিত শ্রোতাদের মধ্যে অল্পবয়সিদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: কীভাবে তুমি বাবা-মায়ের আস্থা অর্জন করতে পার? তুমি যদি কোনো ভুল করে ফেলো, তা হলে তোমার কী করা উচিত? তুমি যদি আরও স্বাধীনতা লাভ করতে চাও, তা হলে তোমার বাবা-মাকে সমাদর করা কেন গুরুত্বপূর্ণ?

  • আপনার বয়স্ক বাবা-মাকে সমাদর করুন: (৯ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: বাবা-মায়ের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোন সমস্যাগুলো দেখা দিতে পারে? বাবা-মাকে দেখাশোনা করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় কেন পরিবারের সদস্যদের অবশ্যই একসঙ্গে খোলাখুলিভাবে আলোচনা করা উচিত? বাবা-মায়ের যত্ন নেওয়ার সময় সন্তানেরা কীভাবে তাদের সমাদর করতে পারে?

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) বাইবেলের গল্প ৯৪, ৯৫

  • সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

  • গান ৩ এবং প্রার্থনা