শিষ্য করার সময়
পাঠ ১০
আপ্রাণ চেষ্টা করুন
নীতি: “আমরা তোমাদের শুধু ঈশ্বরের সুসমাচার জানাতেই নয়, কিন্তু সেইসঙ্গে তোমাদের সাহায্য করার জন্য নিজেদের জীবন দিতেও দৃঢ়সংকল্পবদ্ধ ছিলাম, কারণ তোমরা আমাদের কাছে খুবই প্রিয় ছিলে।”—১ থিষল. ২:৮.
যিশু কী করেছিলেন?
১. ভিডিওটা দেখুন অথবা যোহন ৩:১, ২ পদ পড়ুন। এরপর এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করুন:
-
ক. কেন নীকদীম রাতের বেলায় যিশুর কাছে এসেছিলেন? —যোহন ১২:৪২, ৪৩.
-
খ. যিশু রাতের বেলায় নীকদীমকে সময় দিয়ে কীভাবে দেখিয়েছিলেন, তিনি অন্যদের শিষ্য করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন?
যিশুর কাছ থেকে আমরা কী শিখতে পারি?
২. আমরা লোকদের ভালোবাসি আর তাই আমরা তাদের শিষ্য করার জন্য আপ্রাণ চেষ্টা করি।
আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?
৩. ছাত্রের জন্য সুবিধাজনক হয় এমন সময়ে ও স্থানে অধ্যয়ন করান। তিনি হয়তো সপ্তাহের নির্দিষ্ট একটা দিনে অথবা সময়ে অধ্যয়ন করার কথা বলতে পারেন। তার জন্য কোথায় অধ্যয়ন করলে ভালো হবে? তার কাজের জায়গায়, তার বাড়িতে কিংবা অন্য কোনো জায়গায়? যতদূর সম্ভব তার পরিস্থিতি অনুযায়ী আপনার তালিকা পরিবর্তন করুন।
৪. নিয়মিতভাবে অধ্যয়ন করান। আপনি যদি কোথাও যান, তা হলে অধ্যয়ন বাদ দেবেন না। বরং, এই বিষয়গুলো চিন্তা করুন:
-
খ. আপনি কি ফোনে অথবা ভিডিও কলের মাধ্যমে অধ্যয়ন করাতে পারেন?
-
গ. আপনি কি অন্য কোনো প্রকাশককে অধ্যয়ন করানোর জন্য অনুরোধ করতে পারেন?
৫. সঠিক মনোভাব বজায় রাখার জন্য প্রার্থনা করুন। কখনো কখনো আপনার ছাত্র নিয়মিতভাবে অধ্যয়ন না-ও করতে পারেন অথবা তার জন্য বাইবেলের কোনো বিষয় মেনে নেওয়া কঠিন বলে মনে হতে পারে। সেইসময় যিহোবার কাছে প্রার্থনা করুন যেন আপনি হাল ছেড়ে না দিয়ে তাকে শিক্ষা দিতে পারেন। (ফিলি. ২:১৩) আপনার ছাত্রের অনেক ভালো গুণ রয়েছে; সেগুলোর উপর মনোযোগ দেওয়ার জন্য সাহায্য চেয়ে প্রার্থনা করুন।