সরাসরি বিষয়বস্তুতে যান

যিশুকে অনুকরণ করুন

যিশুকে অনুকরণ করুন

সমবেদনাময় হোন

একজন সিদ্ধ মানুষ হিসেবে যিশু বিভিন্ন রকমের বিপদ ও উদ্‌বিগ্নতার মুখোমুখি হননি, যা অন্য মানুষেরা হয়েছিল। তবে, তিনি লোকদের অনুভূতি ভালোভাবে বুঝতে পেরেছিলেন। তিনি তাদের সাহায্য করার জন্য তাঁর সর্বোত্তমটা করার বিষয়ে সবসময় প্রস্তুত ছিলেন, এমনকী প্রয়োজন ছাড়া আরও বেশি করতে চেয়েছিলেন। তাঁর মধ্যে সমবেদনা ছিল, তাই তিনি অন্যদের সাহায্য করার জন্য অনুপ্রাণিত হতেন। অধ্যায় ৩২, ৩৭, ৫৭, ৯৯-এ দেওয়া বিবরণগুলো বিবেচনা করুন।

বন্ধুত্বপরায়ণ হোন

ছোটো-বড়ো সব বয়সের লোকই যিশুর কাছে আসতে পারত, কারণ তিনি প্রত্যেকের প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখাতেন এবং নিজেকে কখনো শ্রেষ্ঠ বলে মনে করতেন না। এই বিষয়ে জানার জন্য অধ্যায় ২৫, ২৭, ৯৫ দেখুন।

ক্রমাগত প্রার্থনা করুন

একা থাকার সময় হোক কিংবা সত্য উপাসকদের মাঝে থাকার সময়, যিশু নিয়মিতভাবে তাঁর পিতার কাছে আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করতেন। তিনি শুধু খাবার খাওয়ার সময় নয় কিন্তু সেইসঙ্গে অন্যান্য সময়ও প্রার্থনা করেছিলেন। তিনি তাঁর পিতাকে ধন্যবাদ দেওয়ার জন্য, তাঁর প্রশংসা করার জন্য এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার আগে নির্দেশনা চেয়ে প্রার্থনা করেছিলেন। অধ্যায় ২৪, ৩৪, ৯১, ১২২, ১২৩-এ দেওয়া বিবরণগুলো বিবেচনা করুন।

নিঃস্বার্থ হোন

বিশ্রাম নিতে যাওয়ার সময়ও যিশু নিজের কথা চিন্তা না করে অন্যদের প্রয়োজনগুলোকে প্রথম স্থান দিয়েছিলেন। তিনি স্বার্থপর ছিলেন না। এই বিষয়েও যিশু আমাদের জন্য এক আদর্শ স্থাপন করেছিলেন। এটা জানার জন্য অধ্যায় ১৯, ৪১, ৫২ দেখুন।

ক্ষমাশীল হোন

যিশু শুধু এটা শেখাননি যে, আমাদের ক্ষমাশীল হতে হবে কিন্তু সেইসঙ্গে শিষ্যদের ও অন্যদের সঙ্গে আচরণ করার সময়ে ক্ষমাশীল হওয়ার বিষয়টা দেখান। অধ্যায় ২৬, ৪০, ৬৪, ৮৫, ১৩১-এ দেওয়া বিবরণগুলো বিবেচনা করুন।

উদ্যোগী হোন

বেশিরভাগ যিহুদিরা মশীহকে গ্রহণ করবে না আর তাঁর শত্রুরা তাঁকে মেরে ফেলবে বলে ভবিষ্যদ্‌বাণী করা হয়েছিল। তাই, লোকদের সাহায্য করার বিষয়ে তাঁর উদ্যোগ কমে যেতে পারত। কিন্তু, তিনি উদ্যোগের সঙ্গে সত্য উপাসনার সমর্থন করেছিলেন। মতপার্থক্য অথবা এমনকী বিরোধিতার সময়ও উদ্যোগ বজায় রাখার বিষয়ে তিনি তাঁর সমস্ত অনুসারীর জন্য এক উত্তম উদাহরণ স্থাপন করেছিলেন। অধ্যায় ১৬, ৭২, ১০৩ দেখুন।

নম্র হোন

যিশু অসিদ্ধ মানুষদের চেয়ে বিভিন্ন দিক দিয়ে উন্নত ছিলেন। যেমন, তাঁর প্রচুর জ্ঞান ও বুদ্ধি ছিল। সিদ্ধ হওয়ার কারণে তাঁর মধ্যে যে-শারীরিক ও মানসিক ক্ষমতা ছিল, তা অন্য কারো মধ্যে ছিল না। তারপরও, তিনি নম্র হয়ে অন্যদের সেবা করেছিলেন। এই বিষয়ে জানার জন্য অধ্যায় ১০, ৬২, ৬৬, ৯৪, ১১৬ দেখুন।

ধৈর্যশীল হোন

প্রেরিতেরা ও অন্যেরা যখন যিশুর উদাহরণ অনুকরণ করার বিষয়ে ব্যর্থ হয়েছিল অথবা তারা যখন যিশুর বলা কথা অনুযায়ী কাজ করেনি, তখন যিশু তাদের প্রতি ধৈর্য ধরেছিলেন। তারা যাতে যিহোবার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তুলতে পারে, সেইজন্য তাদের যা শেখার প্রয়োজন ছিল, তা তিনি ধৈর্য ধরে তাদের বার বার শিখিয়েছিলেন। যিশুর ধৈর্যের বিষয়ে অধ্যায় ৭৪, ৯৮, ১১৮, ১৩৫ দেখুন।