১৬
পৃথিবীতে যিশুর জীবনের শেষ সপ্তাহ (ভাগ ১)
৮ নিশান (বিশ্রামবার)
সূর্যাস্ত (সূর্যাস্তের মাধ্যমে যিহুদি দিন শুরু এবং শেষ হয়)
-
নিস্তারপর্বের ছয় দিন আগে বৈথনিয়াতে আসেন
সূর্যোদয়
সূর্যাস্ত
৯ নিশান
সূর্যাস্ত
-
কুষ্ঠী শিমোনের সঙ্গে ভোজ
-
মরিয়ম জটামাংসীর তেল দিয়ে যিশুকে অভিষিক্ত করেন
-
যিহুদিরা যিশু ও লাসারকে দেখার জন্য আসে
সূর্যোদয়
-
বিজয়ীর মতো যিরূশালেমে প্রবেশ
-
মন্দিরে শিক্ষা দেন
সূর্যাস্ত
১০ নিশান
সূর্যাস্ত
-
বৈথনিয়াতে রাত কাটান
সূর্যোদয়
-
ভোর বেলা যিরূশালেমের উদ্দেশে রওনা হন
-
মন্দির পরিষ্কার করেন
-
যিহোবা স্বর্গ থেকে কথা বলেন
সূর্যাস্ত
১১ নিশান
সূর্যোদয়
সূর্যাস্ত
-
দৃষ্টান্ত ব্যবহার করে মন্দিরে শিক্ষা দেন
-
ফরীশীদের নিন্দা করেন
-
বিধবার দান লক্ষ করেন
-
জৈতুন পর্বতে যিরূশালেমের পতন সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করেন এবং ভাবী আগমনের চিহ্ন দেন
সূর্যাস্ত