কোনোকিছু কি “ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক্ করিতে” পারবে?
ঈশ্বরের নিকটবর্তী হোন
কোনোকিছু কি “ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক্ করিতে” পারবে?
আমাদের মধ্যে কে না ভালবাসা পেতে চায়? সত্যিই, পরিবার ও বন্ধুবান্ধবের কাছ থেকে ভালবাসা পেয়ে আমরা সমৃদ্ধি লাভ করি। কিন্তু, দুঃখের বিষয় যে, মানবসম্পর্ক সহজেই ভেঙে যেতে ও বিভিন্ন পরিস্থিতিতে পরিবর্তিত হতে পারে। আমাদের প্রিয়জনরা হয়তো আমাদেরকে আঘাত দিতে পারে, আমাদের ছেড়ে চলে যেতে পারে অথবা এমনকি আমাদের প্রত্যাখ্যানও করতে পারে। কিন্তু, এমন একজন আছেন, যাঁর ভালবাসা কখনো পরিবর্তিত হয় না। তাঁর উপাসকদের জন্য যিহোবা ঈশ্বরের যে-ভালবাসা রয়েছে, তা রোমীয় ৮:৩৮, ৩৯ পদে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে।
“আমি নিশ্চয় জানি,” প্রেরিত পৌল বলেন। তিনি কোন বিষয়টা নিশ্চয় জানতেন? সেটা হচ্ছে, কোনোকিছুই “ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক্ করিতে” পারবে না। পৌল কেবল তার নিজের সম্বন্ধেই বলেন না কিন্তু ‘আমাদের’—অর্থাৎ যারা অনুগতভাবে ঈশ্বরকে সেবা করে, তাদের সকলের—সম্বন্ধেও বলেন। তার বক্তব্যের ওপর জোর দেওয়ার জন্য, পৌল বেশ কয়েকটা বিষয়ের তালিকা করেন, যেগুলো যিহোবার প্রেমকে তাঁর উৎসর্গীকৃত দাসদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে বাধা দিতে পারে না।
“কি মৃত্যু, কি জীবন।” যিহোবার লোকেরা মারা গেলে, তাদের প্রতি তাঁর ভালবাসা শেষ হয়ে যায় না। তাঁর প্রেমের প্রমাণ হিসেবে, ঈশ্বর এই ধরনের ব্যক্তিদেরকে তাঁর স্মৃতিতে রাখেন আর তিনি তাদেরকে আসন্ন ধার্মিক নতুন জগতে পুনরুত্থিত করবেন। (যোহন ৫:২৮, ২৯; প্রকাশিত বাক্য ২১:৩, ৪) বর্তমানে, এই বিধিব্যবস্থায় তারা যা-ই ভোগ করুক না কেন, তাঁর অনুগত উপাসকদের জন্য ঈশ্বরের ভালবাসা অটুট থাকবে।
“কি দূতগণ, কি আধিপত্য সকল।” মানুষেরা প্রভাবশালী ব্যক্তি বিশেষ অথবা কর্তৃপক্ষদের দ্বারা প্রভাবিত হতে পারে কিন্তু যিহোবা সেভাবে প্রভাবিত হন না। শক্তিশালী আত্মিক প্রাণীরা, যেমন যে-দূতটি শয়তানে পরিণত হয়েছিল, সে-ও ঈশ্বরকে তাঁর উপাসকদের প্রেম করায় বাধা দেওয়ার জন্য তাঁকে প্রভাবিত করতে পারে না। (প্রকাশিত বাক্য ১২:১০) আধিপত্য সকল অথবা সরকারগুলো, যারা হয়তো সত্য খ্রিস্টানদের বিরোধিতা করে থাকে, তারাও তাঁর দাসদের সম্বন্ধে ঈশ্বরের দৃষ্টিভঙ্গিকে পালটাতে পারে না।—১ করিন্থীয় ৪:১৩.
“কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল।” সময়ের সঙ্গে সঙ্গে ঈশ্বরের ভালবাসা ম্লান হয়ে যায় না। এখন অথবা ভবিষ্যতে তাঁর দাসদের প্রতি যা-ই ঘটুক না কেন, কোনোকিছুই তাদের প্রতি ঈশ্বরের প্রেম দেখানোর ক্ষেত্রে বাধা দেওয়ার কারণ হবে না।
“কি পরাক্রম সকল।” পৌল স্বর্গীয়বাহিনী ও পার্থিববাহিনীর—“দূতগণ” এবং ‘আধিপত্য সকলের’—কথা উল্লেখ করেছেন কিন্তু এখন তিনি ‘পরাক্রম সকলের’ বিষয়ে বলেন। এখানে যে-গ্রিক শব্দটি ব্যবহার করা হয়েছে, সেটির ব্যাপক অর্থ রয়েছে। সঠিক অর্থ যা-ই হোক না কেন, একটা বিষয় নিশ্চিত: স্বর্গে অথবা পৃথিবীতে কোনো পরাক্রম বা শক্তিই যিহোবার প্রেমকে তাঁর লোকেদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে বাধা দিতে পারবে না।
“কি ঊর্দ্ধ্ব স্থান, কি গভীর স্থান।” যিহোবা তাঁর লোকেদের ভালবাসেন, তা তারা ভাল অথবা মন্দ যেধরনের পরিস্থিতির মধ্যেই থাকুক না কেন।
“কি অন্য কোন সৃষ্ট বস্তু।” এই কথাগুলো, যা সমস্ত সৃষ্টিকে অন্তর্ভুক্ত করে, সেগুলোর দ্বারা পৌল বলছেন যে, একেবারে কোনোকিছুই যিহোবার প্রেম থেকে তাঁর অনুগত উপাসকদের পৃথক করতে পারবে না।
মানুষের প্রেম, যা পরিবর্তিত অথবা ম্লান হয়ে যেতে পারে, তার বিপরীতে যারা বিশ্বাস সহকারে তাঁর শরণাপন্ন হয়, তাদের জন্য ঈশ্বরের প্রেম অপরিবর্তনীয় থাকে; এটা চিরস্থায়ী। এটা জানা নিশ্চিতভাবে আমাদেরকে যিহোবার আরও নিকটবর্তী হতে এবং তাঁর প্রতি আমাদের প্রেমকে প্রমাণ করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করতে অনুপ্রাণিত করে। (w০৮ ৮/১)