সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যুদ্ধের সমস্ত অস্ত্রশস্ত্র ধ্বংস করা হবে

বাইবেল কী বলে?

বাইবেল কী বলে?

পৃথিবীতে কি কখনো শান্তি আসবে?

আপনি কী বলবেন?

  • হ্যাঁ

  • না

  • হয়তো

বাইবেল যা বলে

যিশু খ্রিস্টের শাসনের অধীনে, “চন্দ্রের স্থিতিকাল পর্য্যন্ত প্রচুর শান্তি হইবে।”—গীতসংহিতা ৭২:৭.

বাইবেল থেকে আমরা আরও কী জানতে পারি?

বর্তমানে কি প্রকৃত মনের শান্তি লাভ করা সম্ভব?

কেউ কেউ মনে করে . . . এই পৃথিবী যতদিন দুঃখকষ্ট ও অবিচারে পূর্ণ থাকবে, ততদিন পর্যন্ত প্রকৃত মনের শান্তি লাভ করা সম্ভব নয়। আপনি কী মনে করেন?

বাইবেল যা বলে

এমনকী এখনই যারা ঈশ্বরের নিকটবর্তী রয়েছে, তারা “সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি,” তা লাভ করতে পারে।—ফিলিপীয় ৪:৬, ৭.

বাইবেল থেকে আমরা আরও কী জানতে পারি?

  • ঈশ্বর দুঃখকষ্ট ও অবিচার দূর করার এবং ‘সকলই নূতন করিবার’ প্রতিজ্ঞা করেছেন।—প্রকাশিত বাক্য ২১:৪, ৫.

  • আমরা “আত্মাতে দীনহীন [“আধ্যাত্মিক চাহিদা সম্বন্ধে সচেতন,” NW]” হওয়ার মাধ্যমে মনের শান্তি লাভ করতে পারি।—মথি ৫:৩.