প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) জানুয়ারি ২০১৮
এই সংখ্যায় ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ থেকে এপ্রিল মাসের ১ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।
তারা স্বেচ্ছায় নিজেদের বিলিয়ে দিয়েছেন
তারা স্বেচ্ছায় নিজেদের বিলিয়ে দিয়েছেন—মাদাগাস্কারে
কয়েক জন পরিচারকের সঙ্গে পরিচিত হোন, যারা মাদাগাস্কারের বিশাল এলাকায় রাজ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য নিজেদের বিলিয়ে দিয়েছেন।
“তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন”
আমরা শেষের আরও নিকটবর্তী হওয়ার সময় আশা করতে পারি যে, আমরা জীবনে আরও বেশি চাপের মুখোমুখি হব। ২০১৮ সালের জন্য আমাদের বার্ষিক শাস্ত্রপদ আমাদের স্মরণ করিয়ে দেয় যেন আমরা শক্তির জন্য যিহোবার উপর নির্ভর করি।
স্মরণার্থ সভা ঈশ্বরের লোকেদের একতাবদ্ধ করে
কোন কোন উপায়ে স্মরণার্থ সভা ঈশ্বরের লোক হিসেবে আমাদের একতাকে শক্তিশালী করে? কখন শেষ বারের মতো স্মরণার্থ সভা অনুষ্ঠিত হবে?
কেন ঈশ্বরকে দান করবেন, যাঁর সমস্ত কিছু রয়েছে?
একটা যে-উপায়ে আমরা ঈশ্বরের প্রতি প্রেম দেখাই, তা হল দান করার মাধ্যমে। কীভাবে আমরা আমাদের মূল্যবান বিষয়গুলো ব্যবহার করে যিহোবাকে সম্মান করার দ্বারা উপকৃত হই?
কোন ধরনের ভালোবাসা প্রকৃত সুখ নিয়ে আসে?
ঈশ্বরীয় ভালোবাসা এবং ২ তীমথিয় ৩:২-৪ পদে উল্লেখিত ভালোবাসার মধ্যে কোন কোন পার্থক্য রয়েছে? এর উত্তর আমাদের প্রকৃত পরিতৃপ্তি ও সুখ খুঁজে পেতে সাহায্য করতে পারে।
লোকেদের মধ্যে পার্থক্য লক্ষ করুন
শেষকালের লোকেদের মধ্যে থাকা গুণগুলো এবং ঈশ্বরের লোকেদের মধ্যে থাকা গুণগুলোর মধ্যে কোন কোন পার্থক্য রয়েছে?
আপনি কি জানতেন?
ইস্রায়েলীয়রা কি দৈনন্দিন জীবনে আইন সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য সত্যিই মোশির ব্যবস্থার নীতিগুলো ব্যবহার করত?