সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আমাদের খ্রিস্টীয় একতা দৃঢ় করায় আপনি অংশ নিতে পারেন​—⁠কীভাবে?

আমাদের খ্রিস্টীয় একতা দৃঢ় করায় আপনি অংশ নিতে পারেন​—⁠কীভাবে?

“তাঁহা হইতে সমস্ত দেহ . . . যথাযথ সংলগ্ন ও সংযুক্ত।”—ইফি. ৪:১৬.

গান সংখ্যা: ৫৩, ১৬

১. সৃষ্টির শুরু থেকে ঈশ্বর ও সেইসঙ্গে তাঁর দাসদের কাজে কোন বৈশিষ্ট্য লক্ষণীয় হয়ে এসেছে?

 যিহোবা এবং যিশু, সৃষ্টির একেবারে শুরু থেকে একতাবদ্ধ আছেন। যিহোবা সমস্ত কিছু সৃষ্টি করার আগে যিশুকে সৃষ্টি করেছিলেন। তারপর, যিশু একজন “কার্য্যকারী” হিসেবে তাঁর সঙ্গে কাজ করেছিলেন। (হিতো. ৮:৩০) এ ছাড়া, যিহোবার দাসেরাও তাদের কাজ সম্পন্ন করার জন্য একে অন্যের সঙ্গে সহযোগিতা করেছিল। উদাহরণ হিসেবে বলা যায়, নোহ ও তার পরিবার একসঙ্গে জাহাজ নির্মাণ করেছিলেন। পরবর্তী সময়ে, ইস্রায়েলীয়রা আবাস নির্মাণ করার জন্য ও সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য একসঙ্গে কাজ করেছিল। তারপর, মন্দিরে তারা সুমধুর সংগীতের মাধ্যমে যিহোবার প্রশংসা করার জন্য একসঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়েছিল। যিহোবার লোকেরা একে অন্যের সঙ্গে সহযোগিতা করেছিল বলেই এসব কাজ করতে পেরেছিল।—আদি. ৬:১৪-১৬, ২২; গণনা. ৪:৪-৩২; ১ বংশা. ২৫:১-৮.

২. (ক) প্রাথমিক খ্রিস্টীয় মণ্ডলীতে কোন বিষয়টা উল্লেখযোগ্য ছিল? (খ) আমরা কোন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব?

এ ছাড়া, প্রথম শতাব্দীর খ্রিস্টানরাও একে অন্যের সঙ্গে সহযোগিতা করেছিল। প্রেরিত পৌল ব্যাখ্যা করেছিলেন, তাদের আলাদা আলাদা দক্ষতা ও কার্যভার থাকা সত্ত্বেও তারা একতাবদ্ধ ছিল। তারা সকলে তাদের নেতা যিশু খ্রিস্টকে অনুসরণ করেছিল। পৌল তাদেরকে একটা দেহের সঙ্গে তুলনা করেছিলেন, যেটার বিভিন্ন অংশ একসঙ্গে কাজ করে থাকে। (পড়ুন, ১ করিন্থীয় ১২:৪-৬, ১২.) বর্তমানে আমাদের বিষয়ে কী বলা যায়? কীভাবে আমরা প্রচার কাজে, মণ্ডলীতে ও পরিবারে একে অন্যের সঙ্গে সহযোগিতা করতে পারি?

প্রচার কাজে সহযোগিতা করুন

৩. প্রেরিত যোহন কোন দর্শন পেয়েছিলেন?

প্রথম শতাব্দীতে, প্রেরিত যোহন একটা দর্শনে সাত জন স্বর্গদূতকে তূরী বাজাতে দেখেছিলেন। যখন পঞ্চম স্বর্গদূত তূরী বাজিয়েছিলেন, তখন যোহন “স্বর্গ হইতে পৃথিবীতে পতিত একটা তারা” দেখতে পেয়েছিলেন। এই “তারা” এক গভীর ও অন্ধকার কূপের দরজা খোলার জন্য একটা চাবি ব্যবহার করেছিলেন। প্রথমে সেই গর্ত থেকে ঘন ধোঁয়া উঠেছিল আর এরপর সেই ধোঁয়া থেকে এক ঝাঁক পঙ্গপাল বের হয়ে এসেছিল। এই পঙ্গপাল গাছপালার ক্ষতি করার পরিবর্তে সেই ব্যক্তিদের আক্রমণ করেছিল, “যাহাদের ললাটে ঈশ্বরের মুদ্রাঙ্ক নাই।” (প্রকা. ৯:১-৪) যোহন জানতেন, এক ঝাঁক পঙ্গপাল ব্যাপক ক্ষতিসাধন করতে পারে; এই ধরনের পঙ্গপাল মোশির সময়ে মিশরে সেটাই করেছিল। (যাত্রা. ১০:১২-১৫) যোহন যে-পঙ্গপাল দেখেছিলেন, সেটা অভিষিক্ত খ্রিস্টানদের চিত্রিত করে, যারা মিথ্যা ধর্মের বিরুদ্ধে জোরালো বার্তা প্রচার করে যাচ্ছেন। আর তাদের সঙ্গে এমন লক্ষ লক্ষ ব্যক্তি যোগ দিয়েছে, যারা পৃথিবীতে বেঁচে থাকার আশা রাখে। তারা একতাবদ্ধ হয়ে এই প্রচার কাজ করছে। এই কাজের ফলে অনেক লোক মিথ্যা ধর্ম ত্যাগ করতে পেরেছে এবং শয়তানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়েছে।

৪. ঈশ্বরের লোকেদের কোন কাজ করতে হবে আর একমাত্র কীভাবে তারা সেই কাজ করতে পারে?

আমাদের কার্যভার হল, শেষ আসার আগে সারা পৃথিবীর লোকেদের কাছে “সুসমাচার” প্রচার করা। এটা এক বিশাল কাজ! (মথি ২৪:১৪; ২৮:১৯, ২০) আমাদের সেই ব্যক্তিদের আমন্ত্রণ জানাতে হবে, যারা “জীবন-জল” গ্রহণ করার জন্য “পিপাসিত।” এর অর্থ হচ্ছে, যারা বাইবেলের সত্য সম্বন্ধে বুঝতে চায়, তাদেরকে আমাদের শিক্ষা দিতে হবে। (প্রকা. ২২:১৭) তবে, এই কাজ আমরা একমাত্র তখনই করতে পারব, যদি আমরা মণ্ডলীতে “যথাযথ সংলগ্ন” বা একতাবদ্ধ থাকি এবং একে অন্যের সঙ্গে সংযুক্ত হই বা সহযোগিতা করি।—ইফি. ৪:১৬.

৫, ৬. সুসমাচার জানানোর ক্ষেত্রে কীভাবে আমরা একতাবদ্ধ?

যত বেশি সম্ভব লোকের কাছে পৌঁছানোর জন্য, আমাদের সুসংগঠিতভাবে প্রচার করতে হবে। এক্ষেত্রে, মণ্ডলী থেকে আমরা যে-সমস্ত নির্দেশনা পাই, সেগুলো আমাদের সাহায্য করতে পারে। আমরা প্রথমে ক্ষেত্রের পরিচর্যা সভার জন্য মিলিত হই আর এরপর লোকেদের কাছে গিয়ে রাজ্যের সুসমাচার জানাই। এ ছাড়া, আমরা তাদেরকে বাইবেলভিত্তিক প্রকাশনা নেওয়ার প্রস্তাব দিই। আসলে, আমরা ইতিমধ্যেই বিশ্বজুড়ে লক্ষ লক্ষ প্রকাশনা বিতরণ করেছি। মাঝে মাঝে, আমাদেরকে বিশেষ প্রচার অভিযানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। আপনি যখন এই কাজ করেন, তখন আপনিও সেই লক্ষ লক্ষ ব্যক্তির সঙ্গে একতাবদ্ধ হন, যারা বিশ্বজুড়ে একই বার্তা প্রচার করছে! এ ছাড়া, আপনি সেই স্বর্গদূতদের সঙ্গে কাজ করেন, যারা ঈশ্বরের লোকেদের সুসমাচার প্রচার কাজে সাহায্য করছে।—প্রকা. ১৪:৬.

ইংরেজি বর্ষপুস্তক থেকে সারা বিশ্বের প্রচার কাজের ফল সম্বন্ধে পড়া কতই-না রোমাঞ্চকর! আর আমাদের সম্মেলনগুলোতে যোগ দেওয়ার জন্য লোকেদের আমন্ত্রণ জানানোর সময়, আমরা বিশ্বজুড়ে যেভাবে একতাবদ্ধভাবে কাজ করি, সেটাও চিন্তা করুন। সম্মেলনগুলোতে আমরা সকলে একই তথ্য শুনে থাকি। সম্মেলনের বিভিন্ন বক্তৃতা, নাটক ও নমুনার মাধ্যমে আমাদের উৎসাহিত করা হয়, যেন আমরা যিহোবাকে আমাদের সর্বোত্তমটা দিই। তা ছাড়া, প্রতি বছর বিশ্বজুড়ে অনুষ্ঠিত স্মরণার্থ সভায় যোগ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের ভাই-বোনদের সঙ্গে একতাবদ্ধ হই। (১ করি. ১১:২৩-২৬) যিহোবা আমাদের জন্য যা করেছেন, সেটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এবং যিশুর আজ্ঞার বাধ্য হওয়ার জন্য, আমরা সবাই একই তারিখে অর্থাৎ ১৪ নিশান সূর্যাস্তের পর একত্রে মিলিত হই। আর স্মরণার্থ সভার কয়েক সপ্তাহ আগে থেকে আমরা একসঙ্গে কাজ করি, যেন আমরা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যত বেশি সম্ভব লোককে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারি।

৭. আমরা যখন একসঙ্গে কাজ করি, তখন কী করতে সমর্থ হই?

পঙ্গপালের একটা পোকা একা খুব বেশি কিছু করতে পারে না। একইভাবে, আমরাও একা একা সমস্ত লোকের কাছে প্রচার করতে পারি না। কিন্তু আমরা যেহেতু একসঙ্গে কাজ করি, তাই আমরা লক্ষ লক্ষ লোকের কাছে যিহোবা সম্বন্ধে জানাতে পারি এবং তাদের মধ্যে যারা আগ্রহী, তাদেরকে যিহোবার প্রশংসা ও সম্মান করার জন্য সাহায্য করতে পারি।

মণ্ডলীতে সহযোগিতা করুন

৮, ৯. (ক) খ্রিস্টানদের একতাবদ্ধ থাকতে শিক্ষা দেওয়ার জন্য পৌল কোন উদাহরণ ব্যবহার করেছিলেন? (খ) আমরা কীভাবে মণ্ডলীতে সহযোগিতা করতে পারি?

মণ্ডলী যেভাবে সংগঠিত হয়, সেই বিষয়ে পৌল ইফিষীয়দের কাছে ব্যাখ্যা করেছিলেন আর তিনি এটাও বলেছিলেন, মণ্ডলীর সকলের ‘সর্ব্ববিষয়ে বৃদ্ধি পাইতে’ হবে। (পড়ুন, ইফিষীয় ৪:১৫, ১৬.) মণ্ডলীর একতা বজায় রাখার ক্ষেত্রে এবং মণ্ডলীর নেতা যিশুকে অনুসরণ করার ক্ষেত্রে প্রত্যেক খ্রিস্টান যে সাহায্য করতে পারে, তা ব্যাখ্যা করার জন্য পৌল একটা দেহের উদাহরণ ব্যবহার করেছিলেন। তিনি বলেছিলেন, দেহের “প্রত্যেক সন্ধি” সহযোগিতা করার মাধ্যমে “উপকার যোগায়।” তাই, আমরা যুবক হই কিংবা বৃদ্ধ হই, সবল হই কিংবা দুর্বল হই, আমাদের প্রত্যেকের কী করা উচিত?

মণ্ডলীতে নেতৃত্ব দেওয়ার জন্য যিশু প্রাচীনদের নিযুক্ত করেছেন আর তিনি চান যেন আমরা তাদের সম্মান করি এবং তারা আমাদের যে-নির্দেশনা দেন, তা অনুসরণ করি। (ইব্রীয় ১৩:৭, ১৭) তা করা সবসময় সহজ নয়। কিন্তু, আমরা যিহোবার কাছে সাহায্য চাইতে পারি। প্রাচীনরা যেকোনো নির্দেশনাই দিন না কেন, তা মেনে নেওয়ার জন্য যিহোবার পবিত্র আত্মা আমাদের সাহায্য করতে পারে। এ ছাড়া, আমরা যদি নম্র হই ও প্রাচীনদের সঙ্গে সহযোগিতা করি, তা হলে আমরা মণ্ডলীকে যেভাবে সাহায্য করতে পারি, সেটাও একটু চিন্তা করুন। আমাদের মণ্ডলী একতাবদ্ধ হবে এবং একে অন্যের প্রতি আমাদের ভালোবাসা আরও গভীর হবে।

১০. কীভাবে পরিচারক দাসেরা মণ্ডলীকে একতাবদ্ধ রাখতে সাহায্য করতে পারেন? (শুরুতে দেওয়া ছবিটা দেখুন।)

১০ এ ছাড়া, মণ্ডলীকে একতাবদ্ধ রাখার ক্ষেত্রে পরিচারক দাসেরাও সাহায্য করতে পারেন। তারা প্রাচীনদের সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করেন আর আমরা তাদের সমস্ত কাজের জন্য কৃতজ্ঞ। উদাহরণ হিসেবে বলা যায়, পরিচর্যার জন্য যথেষ্ট প্রকাশনা রয়েছে কি না, সেই বিষয়টা পরিচারক দাসেরা লক্ষ রাখেন আর তারা আমাদের সভাতে আসা ব্যক্তিদের অভ্যর্থনা জানান। এ ছাড়া, তারা কিংডম হল মেরামত করার জন্য ও তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কঠোর পরিশ্রম করে থাকেন। আমরা যখন এই ভাইদের সঙ্গে সহযোগিতা করি, তখন আমরা একতাবদ্ধ হই এবং এক সংগঠিত উপায়ে যিহোবার সেবা করি।—তুলনা করুন, প্রেরিত ৬:৩-৬.

১১. মণ্ডলীকে একতাবদ্ধ রাখতে সাহায্য করার জন্য অপেক্ষাকৃত কমবয়সি ভাইয়েরা কী করতে পারেন?

১১ কোনো কোনো প্রাচীন হয়তো অনেক বছর ধরে মণ্ডলীতে কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু, এখন হয়তো বয়সের কারণে তারা আর আগের মতো কাজ করতে পারেন না। অপেক্ষাকৃত কমবয়সি ভাইয়েরা এক্ষেত্রে সাহায্য করতে পারেন। তাদের যদি প্রশিক্ষণ দেওয়া হয়, তা হলে মণ্ডলীতে তারা হয়তো আরও বেশি দায়িত্ব পালন করতে পারবেন। আর পরিচারক দাসেরা যখন কঠোর পরিশ্রম করেন, তখন তারা হয়তো ভবিষ্যতে প্রাচীন হিসেবে সেবা করতে পারেন। (১ তীম. ৩:১, ১০) অপেক্ষাকৃত কমবয়সি প্রাচীনদের মধ্যে কেউ কেউ বেশ উন্নতি করেছেন। তারা এখন সীমা অধ্যক্ষ হিসেবে সেবা করছেন এবং বিভিন্ন মণ্ডলীতে ভাই-বোনদের সাহায্য করছেন। অপেক্ষাকৃত কমবয়সি ভাইয়েরা যখন ভাই-বোনদের সেবা করার জন্য ইচ্ছুক মনোভাব দেখান, তখন আমরা কৃতজ্ঞ হই।—পড়ুন, গীতসংহিতা ১১০:৩; উপদেশক ১২:১.

পরিবারে সহযোগিতা করুন

১২, ১৩. কোন বিষয়টা পরিবারের সকলকে একে অন্যের সঙ্গে সহযোগিতা করার ক্ষেত্রে সাহায্য করতে পারে?

১২ আমাদের পরিবারের সদস্যরা যাতে একে অন্যের সঙ্গে সহযোগিতা করে, সেইজন্য আমরা কীভাবে তাদের সাহায্য করতে পারি? প্রতি সপ্তাহে পারিবারিক উপাসনা করা আমাদের সাহায্য করতে পারে। যিহোবা সম্বন্ধে শেখার জন্য বাবা-মায়েরা ও সন্তানরা যখন একসঙ্গে সময় কাটায়, তখন একে অন্যের প্রতি তাদের ভালোবাসা আরও গভীর হয়। পারিবারিক উপাসনার সময়ে, তারা প্রচারে গিয়ে কী বলবে, তা প্র্যাকটিস করতে পারে আর এভাবে তারা সবাই আগে থেকে ভালোভাবে প্রস্তুত থাকতে পারে। আর পারিবারিক উপাসনার সময়ে তারা যখন সবাইকে সত্য সম্বন্ধে কথা বলতে শোনে এবং এটা বুঝতে পারে, তারা সবাই যিহোবাকে ভালোবাসে ও তাঁকে খুশি করতে চায়, তখন তারা পরস্পরের আরও ঘনিষ্ঠ হয়।

পারিবারিক উপাসনা, সকল বয়সের ব্যক্তিদের পরস্পরের আরও ঘনিষ্ঠ হতে সাহায্য করতে পারে (১২, ১৫ অনুচ্ছেদ দেখুন)

১৩ কীভাবে স্বামী-স্ত্রীরা একে অন্যকে সহযোগিতা করতে পারেন? (মথি ১৯:৬) তারা দু-জন যদি যিহোবাকে ভালোবাসেন আর একসঙ্গে তাঁর সেবা করেন, তা হলে তারা বিবাহিত জীবনে সুখী ও একতাবদ্ধ হবেন। এ ছাড়া, একে অন্যের প্রতি তাদের ভালোবাসার অনুভূতি প্রকাশ করা উচিত, যেমনটা অব্রাহাম ও সারা, ইস্‌হাক ও রিবিকা, ইল্‌কানা ও হান্না পরস্পরের প্রতি প্রকাশ করেছিলেন। (আদি. ২৬:৮; ১ শমূ. ১:৫, ৮; ১ পিতর ৩:৫, ৬) স্বামী-স্ত্রীরা যখন তা করেন, তখন তারা একে অন্যের সঙ্গে একতাবদ্ধ হন এবং যিহোবার আরও নিকটবর্তী হন।—পড়ুন, উপদেশক ৪:১২.

১৪. আপনার স্বামী কিংবা স্ত্রী যদি যিহোবাকে সেবা না করেন, তা হলে আপনাদের বৈবাহিক বন্ধনকে দৃঢ় রাখার জন্য আপনি কী করতে পারেন?

১৪ বাইবেল স্পষ্টভাবে জানায়, আমাদের এমন কাউকে বিয়ে করা উচিত নয়, যিনি যিহোবার উপাসক নন। (২ করি. ৬:১৪) তা সত্ত্বেও, এমন ভাই-বোনেরা রয়েছেন, যাদের স্বামী অথবা স্ত্রী যিহোবার সাক্ষি নন। তাদের মধ্যে কেউ কেউ বিয়ের পর সত্য শিখেছেন আর তাদের সাথি সাক্ষি হননি। অন্যেরা হয়তো যিহোবার একজন দাসকেই বিয়ে করেছেন, কিন্তু এরপর তাদের স্বামী অথবা স্ত্রী হয়তো মণ্ডলী থেকে সরে গিয়েছেন। এইরকম পরিস্থিতিতে, খ্রিস্টানরা বাইবেলের পরামর্শের প্রতি বাধ্যতা দেখিয়ে তাদের বৈবাহিক বন্ধনকে দৃঢ় রাখার জন্য যথাসাধ্য করতে পারে। তা করা সহজ না-ও হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, মেরি এবং তার স্বামী ডেভিড একসঙ্গে যিহোবার সেবা করতেন। তারপর, ডেভিড সভাতে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তা সত্ত্বেও, মেরি সবসময় একজন উত্তম স্ত্রী হওয়ার জন্য ও খ্রিস্টীয় গুণাবলি দেখানোর জন্য চেষ্টা করেছিলেন। এ ছাড়া, তিনি তাদের ছয় সন্তানকে যিহোবা সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন এবং নিয়মিতভাবে সভাতে ও সম্মেলনে যোগ দিয়েছিলেন। অনেক বছর পর, তাদের সন্তানরা যখন স্বাবলম্বী হয়ে অন্য জায়গায় চলে গিয়েছিল, তখনও মেরি যিহোবার সেবা করে চলেছিলেন, যদিও তা করা তার জন্য আরও কঠিন হয়ে পড়েছিল। একটা সময়ে ডেভিড আবার আমাদের পত্রিকা পড়তে শুরু করেছিলেন, যেগুলো মেরি তার জন্য রেখে দিতেন। পরবর্তী সময়ে, ডেভিড আবারও সভাতে যেতে শুরু করেছিলেন। সভাতে তার ছয় বছর বয়সি নাতি সবসময় তার জন্য একটা জায়গা রেখে দিত আর ডেভিড যদি সভাতে না আসতেন, তা হলে সেই ছেলে তাকে এই কথা বলত, “দাদু, আজকে সভাতে আমি তোমাকে খুব মিস্‌ করেছি।” ডেভিড ২৫ বছর পর যিহোবার কাছে ফিরে এসেছিলেন এবং তিনি ও তার স্ত্রী এখন আবার একসঙ্গে যিহোবার সেবা করতে পেরে আনন্দিত।

১৫. কীভাবে বয়স্ক বিবাহিত দম্পতিরা অপেক্ষাকৃত কমবয়সি দম্পতিদের সাহায্য করতে পারেন?

১৫ বর্তমানে শয়তান পরিবারগুলোকে আক্রমণ করে। এই কারণে, যে-সমস্ত স্বামী-স্ত্রী যিহোবার উপাসনা করে, তাদের একে অন্যকে সহযোগিতা করতে হবে। আপনারা যত বছর ধরেই বিবাহিত হোন না কেন, আপনাদের বৈবাহিক বন্ধনকে দৃঢ় করার জন্য আপনারা কী বলতে পারেন অথবা কী করতে পারেন, সেই সম্বন্ধে চিন্তা করুন। আপনারা যদি বয়স্ক বিবাহিত দম্পতি হয়ে থাকেন, তা হলে অপেক্ষাকৃত কমবয়সি দম্পতিদের জন্য আপনারা উত্তম উদাহরণ হতে পারেন। আপনারা হয়তো অপেক্ষাকৃত কমবয়সি কোনো দম্পতিকে আপনাদের পারিবারিক উপাসনায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। তা হলে তারা বুঝতে পারবে, কোনো দম্পতি যত বছর ধরেই বিবাহিত হোন না কেন, তাদের পরস্পরের প্রতি ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে হবে ও একতাবদ্ধ হতে হবে।—তীত ২:৩-৭.

“চল, আমরা সদাপ্রভুর পর্ব্বতে . . . গিয়া উঠি”

১৬, ১৭. ঈশ্বরের একতাবদ্ধ দাসেরা কী করার জন্য অপেক্ষা করে আছে?

১৬ ইস্রায়েলীয়রা যখন যিরূশালেমে তাদের বিভিন্ন পর্ব পালন করতে যেত, তখন তারা একে অন্যের সঙ্গে সহযোগিতা করত। তারা যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু প্রস্তুত করত। তারপর, তারা একসঙ্গে যাত্রা করত এবং একে অন্যকে সাহায্য করত। এ ছাড়া, মন্দিরে তারা সবাই একসঙ্গে যিহোবার প্রশংসা ও উপাসনা করত। (লূক ২:৪১-৪৪) বর্তমানে, আমরা নতুন জগতে জীবনযাপন করার জন্য প্রস্তুত হচ্ছি আর এই সময়ে আমাদের একতাবদ্ধ হতে হবে এবং একে অন্যের সঙ্গে সহযোগিতা করার জন্য যথাসাধ্য করতে হবে। আরও বেশি করে তা করার জন্য, আপনি কি বিভিন্ন উপায় সম্বন্ধে চিন্তা করতে পারেন?

১৭ এই জগতের লোকেদের মধ্যে একতা নেই আর তারা বিভিন্ন বিষয় নিয়ে এমনকী লড়াই করে থাকে। কিন্তু, যিহোবা আমাদের শান্তি লাভ করতে এবং সত্য সম্বন্ধে বুঝতে সাহায্য করেছেন বলে আমরা কৃতজ্ঞ! তিনি যেভাবে চান, বিশ্বজুড়ে তাঁর লোকেরা সেভাবেই তাঁকে উপাসনা করছে। আর বিশেষভাবে এই শেষকালে, যিহোবার লোকেরা আগের চেয়েও বেশি একতাবদ্ধ। যিশাইয় ও মীখা যেমন ভবিষ্যদ্‌বাণী করেছিলেন, আমরা একসঙ্গে “সদাপ্রভুর পর্ব্বতে” উঠে যাচ্ছি। (যিশা. ২:২-৪; পড়ুন, মীখা ৪:২-৪.) ভবিষ্যতে পৃথিবীতে সমস্ত লোক যখন “যথাযথ সংলগ্ন” বা একতাবদ্ধ থাকবে এবং যিহোবার উপাসনা করার জন্য একে অন্যকে সহযোগিতা করবে, তখন আমরা কতই-না আনন্দিত হব!