স্বর্ণের চেয়েও উত্তম কিছুর অন্বেষণ করুন
আপনি কি কখনো একটা স্বর্ণের টুকরো খুঁজে পেয়েছেন? খুব কম লোকই তা পায়। কিন্তু, লক্ষ লক্ষ ব্যক্তি এর চেয়েও উত্তম কিছু খুঁজে পেয়েছে। সেটা হল ঐশিক প্রজ্ঞা, যা “উত্তম সুবর্ণ দ্বারাও প্রাপ্ত হওয়া যায় না।” —ইয়োব ২৮:১২, ১৫.
কোনো কোনো দিক দিয়ে, আন্তরিক বাইবেল ছাত্ররা হল স্বর্ণসন্ধানীদের মতো। অমূল্য প্রজ্ঞা খুঁজে পাওয়ার জন্য এই ছাত্রদের কঠোর পরিশ্রম করতে হয় এবং ক্রমাগত শাস্ত্র অনুসন্ধান করতে হয়। বাইবেলের ছাত্র হিসেবে, স্বর্ণ খুঁজে পাওয়ার তিনটে উপায় বিবেচনা করার মাধ্যমে আমরা কী শিখতে পারি?
আপনি এক টুকরো স্বর্ণ খুঁজে পান!
কল্পনা করুন, আপনি একটা নদীর তীর দিয়ে হেঁটে যাচ্ছেন। হাঁটার সময় এমন একটা ছোট্ট দানা আপনার চোখে পড়ে, যেটা সূর্যের আলোতে চকচক করছে। তখন আপনি নীচের দিকে ঝোঁকেন আর একটা স্বর্ণের টুকরো খুঁজে পেয়ে অত্যন্ত আনন্দিত হন। এই টুকরোটা দিয়াশলাইয়ের কাঠির মাথার চেয়েও ছোট্ট, কিন্তু উত্তম হিরের চেয়েও দুষ্প্রাপ্য। আপনি নিশ্চয়ই তখন আরও স্বর্ণের টুকরো খুঁজে পাওয়া যায় কি না, তা দেখার জন্য চারিদিকে তাকাবেন।
একইভাবে, কোনো এক স্মরণীয় দিনে, যিহোবার একজন দাস হয়তো বাইবেলে প্রাপ্ত আশার বার্তা নিয়ে আলোচনা করার জন্য আপনার দরজায় এসেছিলেন। সম্ভবত সেই সময়ের কথা আপনার স্পষ্টভাবে মনে আছে, যখন আপনি রূপকভাবে বলতে গেলে আধ্যাত্মিক স্বর্ণের প্রথম টুকরো খুঁজে পেয়েছিলেন। হতে পারে, আপনি যখন প্রথম বার বাইবেল থেকে ঈশ্বরের নাম যে যিহোবা, তা দেখতে পেয়েছিলেন, তখন তা খুঁজে পেয়েছিলেন। (যাত্রা. ৩:১৫) কিংবা আপনি হয়তো এটা জানতে পেরেছিলেন, আপনি যিহোবার বন্ধু হতে পারেন। (যাকোব ২:২৩) আপনি সঙ্গেসঙ্গে বুঝতে পেরেছিলেন, আপনি স্বর্ণের চেয়েও উত্তম কিছু খুঁজে পেয়েছেন। আর আপনি হয়তো আরও আধ্যাত্মিক স্বর্ণের টুকরো খুঁজে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিলেন।
আপনি আরও স্বর্ণ খুঁজে পান!
স্বর্ণরেণু বা স্বর্ণের ক্ষুদ্র কণা মাঝে মাঝে বিভিন্ন খাঁড়ি ও নদীতে সঞ্চিত হয়। এগুলো হল নদীর পলিমাটিতে মিশ্রিত স্বর্ণ। পরিশ্রমী স্বর্ণসন্ধানীরা এই ধরনের জলাশয়ের পলিমাটি থেকে এক মরসুমেই কয়েক কিলোগ্রাম পর্যন্ত স্বর্ণ খুঁজে পেতে পারে, যেগুলোর মূল্য কোটি কোটি টাকা।
আপনি যখন একজন যিহোবার সাক্ষির সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে শুরু করেছিলেন, তখন আপনার হয়তো নিজেকে এমন একজন স্বর্ণসন্ধানী বলে মনে হয়েছিল, যিনি বেশ ভালো পরিমাণ স্বর্ণরেণু ছেঁকে বের করছেন। আপনি যখন বাইবেল থেকে একটার পর একটা পদ নিয়ে ধ্যান করেছিলেন, তখন আপনার জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি পেয়েছিল, যার ফলে আপনি আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হয়েছিলেন। বাইবেলের সেই মূল্যবান সত্যগুলো নিয়ে আগ্রহের সঙ্গে ধ্যান করার সময় আপনি জানতে পেরেছিলেন, কীভাবে আপনি যিহোবার নিকটবর্তী হতে পারেন এবং অনন্তজীবন লাভের প্রত্যাশায় কীভাবে নিজেকে তাঁর প্রেমে রক্ষা করতে পারেন।—যাকোব ৪:৮; যিহূদা ২০, ২১.
অনুসন্ধান করে চলুন!
একজন স্বর্ণসন্ধানী হয়তো আগ্নেয় শিলার মধ্যেও সামান্য পরিমাণ স্বর্ণ খুঁজে পেতে পারেন। তবে এই ধরনের কোনো কোনো শিলাখণ্ডে যথেষ্ট পরিমাণ স্বর্ণ মিশ্রিত থাকে আর এগুলো থেকে স্বর্ণ নিষ্কাশন বা বের করে আনার জন্য প্রথমে খনন করে আকরিক শিলা সংগ্রহ করতে হয় আর এরপর সেগুলো চূর্ণ করতে হয়। এক নজরে হয়তো সেই শিলাখণ্ডের মধ্যে স্বর্ণ না-ও দেখা যেতে পারে। কেন? কারণ প্রতি এক টন উন্নত মানের আকরিক শিলার মধ্যে হয়তো মাত্র ১০ গ্রাম স্বর্ণ থাকতে পারে! তা সত্ত্বেও, স্বর্ণসন্ধানীর কাছে সেই খনন কাজের প্রচেষ্টা সার্থক বলে মনে হয়।
একইভাবে, “খ্রীষ্ট-বিষয়ক আদিম কথা” পিছনে ফেলে দেওয়ার জন্যও একজন ব্যক্তিকে প্রচেষ্টা করতে হয়। (ইব্রীয় ৬:১, ২) আপনার বাইবেল অধ্যয়ন থেকে নতুন নতুন বিষয় ও ব্যাবহারিক শিক্ষা বের করে আনার জন্য আপনাকে কঠোর প্রচেষ্টা করতে হবে। আপনি যদি এমনকী অনেক বছর ধরে শাস্ত্র নিয়ে অধ্যয়ন করেও থাকেন, তারপরও আপনার ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন যে এখনও ফলপ্রসূ, তা নিশ্চিত করার জন্য আপনি কী করতে পারেন?
শেখার ইচ্ছা বজায় রাখুন। বিস্তারিত বিষয় জানার জন্য গভীর মনোযোগ দিন। ক্রমাগত প্রচেষ্টা করুন আর এর ফলে আপনি ঐশিক প্রজ্ঞার ও নির্দেশনার মূল্যবান শাস্ত্রীয় অংশ খুঁজে পাবেন। (রোমীয় ১১:৩৩) শাস্ত্রের উপর আপনার জ্ঞান বৃদ্ধি করার জন্য আপনার ভাষায় পাওয়া যায় এমন গবেষণা করার হাতিয়ারগুলোর সদ্ব্যবহার করুন। প্রয়োজনীয় নির্দেশনার জন্য এবং বাইবেলভিত্তিক প্রশ্নের উত্তর লাভ করার জন্য ধৈর্য ধরে অনুসন্ধান করুন। অন্যদের জিজ্ঞেস করুন, বিশেষভাবে কোন শাস্ত্রপদ এবং প্রবন্ধ পড়ে তারা সাহায্য লাভ করেছে এবং উৎসাহিত হয়েছে। ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার সময় আপনি যে-আগ্রহজনক বিষয়গুলো খুঁজে পেয়েছেন, সেগুলো অন্যদের বলুন।
এটা ঠিক, আপনার লক্ষ্য শুধু জ্ঞান বৃদ্ধি করাই নয়। প্রেরিত পৌল সাবধান করেছিলেন: “জ্ঞান গর্ব্বিত করে।” (১ করি. ৮:১) তাই, নম্রতা এবং দৃঢ়বিশ্বাস বজায় রাখার জন্য কঠোর প্রচেষ্টা করুন। নিয়মিতভাবে পারিবারিক উপাসনা ও ব্যক্তিগত অধ্যয়ন করার ফলে আপনি যিহোবার মানের সঙ্গে মিল রেখে জীবনযাপন করতে পারবেন এবং অন্যদের সাহায্য করার জন্য অনুপ্রাণিত হবেন। সর্বোপরি, আপনি আনন্দিত হবেন কারণ আপনি এমন কিছু খুঁজে পেয়েছেন, যা স্বর্ণের চেয়েও উত্তম।—হিতো. ৩:১৩, ১৪.