প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) আগস্ট ২০১৭
এই সংখ্যায় ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের ২৫ থেকে অক্টোবর মাসের ২২ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।
আপনি কি ধৈর্য ধরে অপেক্ষা করতে ইচ্ছুক?
যিহোবার অতীতের বিশ্বস্ত দাসেরা জিজ্ঞেস করেছিলেন যে, আর কত কাল তাদের পরীক্ষা সহ্য করতে হবে। কিন্তু তা সত্ত্বেও, এমনটা জিজ্ঞেস করার জন্য ঈশ্বর তাদের ভর্ৎসনা করেননি।
‘ঈশ্বরের শান্তি সমস্ত চিন্তার অতীত’
আপনি কি কখনো চিন্তা করেছেন, কেন ঈশ্বর আপনার জীবনে নির্দিষ্ট কিছু অপ্রত্যাশিত পরীক্ষা ঘটার অনুমতি দিয়েছেন? যদি এমনটা হয়ে থাকে, তা হলে কী আপনাকে যিহোবার উপর পূর্ণ আস্থা সহকারে ধৈর্য ধরতে সাহায্য করতে পারে?
জীবনকাহিনি
পরীক্ষার মধ্যে ধৈর্য বজায় রাখা আশীর্বাদ নিয়ে আসে
কেন সাইবেরিয়ায় নির্বাসিত ব্যক্তিরা গোরুর বিষয়ে জানতে চাইত, যখন তারা আসলে মেষদের বিষয়ে আগ্রহী ছিল? এর উত্তর পাভেল ও মারিয়া সিভুলস্কির অত্যন্ত আগ্রহজনক জীবনকাহিনিতে রয়েছে।
যেভাবে আমরা পুরোনো ব্যক্তিত্ব ত্যাগ করি এবং পুনরায় সেটা পরিধান করা এড়িয়ে চলি
পুরোনো ব্যক্তিত্ব ত্যাগ করা এক বিষয় আর পুনরায় সেটা পরিধান করা এড়িয়ে চলা আরেক বিষয়। অতীতে আমরা খারাপ অভ্যাসের সঙ্গে যত গভীরভাবেই জড়িত থেকে থাকি না কেন, কীভাবে আমরা এই দুটো কাজ করার ক্ষেত্রেই সফল হতে পারি?
যেভাবে আমরা নতুন ব্যক্তিত্ব পরিধান করি এবং সবসময় তা পরিধান করে থাকি
যিহোবার সাহায্যে আপনি, তিনি যেমনটা চান, সেইরকম ব্যক্তি হয়ে উঠতে পারেন। উদাহরণ স্বরূপ বিবেচনা করুন, কীভাবে আপনি ব্যাবহারিক উপায়ে সমবেদনা, দয়া, নম্রতা ও মৃদুতা দেখাতে পারেন।
প্রেম—এক মূল্যবান গুণ
শাস্ত্র এই বিষয়টা স্পষ্ট করে যে, যিহোবার পবিত্র আত্মা একজন ব্যক্তির জীবনে কাজ করার ফলে যে-গুণগুলো প্রদর্শিত হয়, সেগুলোর মধ্যে একটা হল প্রেম। প্রেম আসলে কী? কীভাবে আপনি এটা গড়ে তুলতে পারেন? আর কীভাবে আপনি এটা প্রতিদিন প্রদর্শন করতে পারেন?
আমাদের আর্কাইভ থেকে
“আবার কবে আমাদের আরেকটা সম্মেলন হবে?”
কী ১৯৩২ সালে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত একটা ছোটো সম্মেলনকে এতটা উল্লেখযোগ্য করে তুলেছিল?
পাঠকদের কাছ থেকে প্রশ্ন
কেন যিশুর প্রাথমিক জীবন ও বংশতালিকা সম্বন্ধে মথি ও লূকের বিবরণে পার্থক্য লক্ষ করা যায়?