পরিদর্শন সম্বন্ধে তথ্য
বেথেল ট্যুরে আসার জন্য আপনার কি আগে থেকে রিজার্ভেশন করা উচিত? হ্যাঁ। দলের আকার যা-ই হোক না কেন, যারা ট্যুরে আসতে চান তাদেরকে আমরা তাদের ট্যুর আগাম রিজার্ভ করতে অনুরোধ করছি, যাতে ভিড় এড়ানো যায় এবং সবাই বেথেল পরিদর্শন উপভোগ করতে পারে। দয়া করে এক সপ্তাহ আগে আপনার ট্যুর রিজার্ভ করুন। জনসাধারণের অথবা স্কুলের ছুটির দিনগুলোতে ট্যুরে আসার জন্য আমরা আপনাকে আরও আগে থেকে ট্যুর রিজার্ভ করার জন্য অনুরোধ করি।
আপনার যদি রিজার্ভেশন না থাকে, তা হলেও কি আপনি ট্যুর করতে পারবেন? আপনার যদি রিজার্ভেশন না থাকে, তা হলে আমরা আপনাকে ট্যুর দিতে পারব না। জায়গা কম থাকায় শুধুমাত্র অল্প কিছু ব্যক্তিরাই প্রতিদিন ট্যুর করতে পারবে।
ট্যুরের জন্য আপনার কখন এসে পৌঁছানো উচিত? আপনার ট্যুর যাতে সঠিক সময়ে শুরু করা যায়, তার জন্য দয়া করে আপনার রিজার্ভ করা সময়ের অন্ততপক্ষে ১০ মিনিট আগে আসুন।
কীভাবে আপনি আপনার ট্যুর রিজার্ভ করবেন? “Make a Reservation” বাটনে ক্লিক করুন।
আপনি কি আপনার ট্যুর রিজার্ভেশনে কিছু রদবদল অথবা পুরোপুরি বাতিল করতে পারেন? হ্যাঁ। এটা করার জন্য দয়া করে “View or Change Reservations” বাটনে ক্লিক করুন।
আপনি যদি আপনার পছন্দের দিনে কোনো ট্যুর না পান, তা হলে কী? তা হলে দয়া করে ওয়েবসাইট দেখতে থাকুন। অন্যেরা যখন তাদের ট্যুরে পরিবর্তন অথবা পুরোপুরি বাতিল করবে, তখন আপনি আপনার জন্য ট্যুর রিজার্ভ করতে পারবেন।
আপনি কি আপনার পোষা প্রাণীকে নিয়ে আসতে পারেন? না। বেথেলের বিল্ডিংয়ে পোষা প্রাণীদের আনার অনুমতি নেই; তবে যে-প্রাণীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাদের নিয়ে আসার অনুমতি রয়েছে।
ট্যুর বুকিং করুন
বুকিং দেখুন বা পরিবর্তন করুন
ট্যুর ব্রোশার ডাউনলোড করুন
ঠিকানা ও ফোন নম্বর
Avenida Cundinamarca, Km. 1
Vía a Ecopetrol
FACATATIVÁ, CUND 253051
COLOMBIA
+57 601 891 1530
+57 601 594 8000
দিক নির্দেশনা দেখুন